• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:০৭

সিরিজ জিতলো নিউজিল্যান্ড শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ

দেশকন্ঠ ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ সিরিজটি জিততে পারলো না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। শেষ ম্যাচ জিতে সিরিজের পাশাপাশি মূল্যবান দশটি পয়েন্টও জিতে নিয়েছে নিউজিল্যান্ড। যার ফলে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ টিকিট। বার্বাডোজে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে কাইল মায়ার্সের সেঞ্চুরি, নিকোলাস পুরানের ঝড় ও শাই হোপের ফিফটিতে ৩০১ রানের সংগ্রহ দাঁড় করেছিল স্বাগতিকরা। জবাবে মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, টম লাথাম ও ড্যারেল মিচেলের ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৭ বল আগেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
 
এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ সুপার লিগের সব খেলা। নিজেদের নির্ধারিত ২৪ ম্যাচে মাত্র নয় জয়ে ৯০ পয়েন্ট পেয়েছে ক্যারিবীয়রা। পয়েন্ট টেবিলে তাদের বর্তমান অবস্থান সপ্তম। তবে তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০'র বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ। সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই এখন অন্যদের ফলাফলের দিকেই তাকিয়ে থাকতে হবে ক্যারিবীয়দের। অন্যদিকে ১২ ম্যাচ খেলে ১১ জয়ে ১১০ পয়েন্ট নিয়ে অনেকটাই নিরাপদে রয়েছে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে স্বীকৃত ব্যাটারদের বাকিরা দায়িত্ব নিলে জয়ের পথ সুগম হয়। গাপটিল ৫৭, কনওয়ে ৫৬, লাথাম ৬৯ ও মিচেল খেলেন ৬৩ রানের ইনিংস।
 
শেষ দিকে জিমি নিশাম নেমে মাত্র ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের জয় তরান্বিত করেন। ম্যাচসেরার পুরস্কার ওঠে ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক লাথামের হাতে। দলের স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার ৫১ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে জেতেন সিরিজসেরার পুরস্কার। এর আগে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান মায়ার্স। তার ব্যাট থেকে আসে ১১০ বলে ১০৫ রান। আরেক ওপেনার হোপ ৫১ রান করতে খেলেন ১০০টি বল। অধিনায়ক পুরান মাত্র ৫৫ বলে করেন ৯১ রান। শেষ দিকে আলজারি জোসেফ ৬ বলে ২০ রান নিয়ে দলকে তিনশ পার করান।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।