দেশকন্ঠ প্রতিবেদন : মুন্সীগঞ্জের সিরাজদিখানের ডহরী খালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সেলিম (২৭) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ডহরী খালের নৌ টুলবক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিখোজ মো. সেলিম (২৭) উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের বাসিন্দা।
সাঁতরে তীরে ওঠা হারুন বলেন, আমরা চারজন ছিলাম। যার কাছ থেকে আমরা ট্রলার ভাড়া করি তিনি না এসে এক বাচ্চা ছেলেকে পাঠায়। ছেলেটি ট্রলার নদীতে ঘোরানোর সময় একটি বাল্কহেড ট্রলারের ওপর উঠিয়ে দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে আমরা চারজন ছিলাম। তার মধ্যে তিনজন সাঁতরে ওপরে উঠি। তবে আমার খালাতো ভাই সেলিমের সন্ধান পাচ্ছি না। ঘটনার প্রত্যক্ষদর্শী শুভ দাস জানান, নীলতিমি নামে একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। মাঝিসহ চারজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। তিনি আরও জানান, বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিয়ে মুন্সীগঞ্জ সদরের দিকে চলে যায়। স্থানীয়রা আরেকটি ট্রলার নিয়ে বাল্কহেডটির পিছু নিলে গতি বেশি থাকায় ধরতে পারিনি।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, চার বন্ধু বেড়ানোর জন্য নৌ টুল বক্সের সামনে থেকে একটি ট্রলার ভাড়া নেয়। ট্রলারটি নদীতে ঘোরানোর সময় বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় সাঁতরে তিনজন তীরে উঠতে সক্ষম হলেও সেলিম নামে একজন এখনো নিখোঁজ রয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলার শনাক্ত করা যায়নি। আমরা ফায়ার সার্ভিস ও ডুবুরি দলকে খবর দিয়েছি। তারা উদ্ধারের চেষ্টা করছে।
দেশকন্ঠ/অআ