দেশকন্ঠ প্রতিবেদন : বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৯ই সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সারাদেশের ১২৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ করছে। আসরটি আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ আগস্ট) আসরটি আয়োজন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে মিডিয়া নেটওয়ার্কিং অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বিগত আসরগুলোর ধারাবাহিকতায় এবারের আসর অনুষ্ঠিত হবে জানিয়ে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আপনারাই হতে পারেন তরুণদের অনুপ্রেরণার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করছি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা তরুণদের উদ্বুদ্ধ করতে পারবো সমৃদ্ধ সোনার বাংলা গড়তে, এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়। আর এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে আমাদের সকলের সমন্বিত চেষ্টায় গড়ে তুলতে হবে সোনার বাংলার সোনার মানুষ।
এছাড়া তরুণসমাজকে খেলাধুলার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তির মত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের অন্যতম উপায় হচ্ছে ক্রীড়া। এই সকল সমস্যা থেকে আমাদের তরুণ সমাজকে ফিরিয়ে আনার জন্য ক্রীড়ার বিকল্প নেই। তাছাড়া ক্রীড়াচর্চার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সৃষ্টিশীলতা ও প্রতিভার বিকাশ ঘটাতে সাহায্য করবে। উল্লেখ্য, স্পেলবাউন্ড লিও বার্নেটের প্রস্তাবনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও আয়োজনে ২০১৯ সালে প্রথমবারের মত সারাদেশের ৬৫টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত অংশগ্রহণে মাসব্যাপী দশটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দেশকন্ঠ/অআ