• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:২৭

আবারও শেষ মুহূর্তে রিয়ালকে জেতালেন বেনজেমা

দেশকন্ঠ প্রতিবেদন : সারা ম্যাচ যেমনই হোক, শেষে গিয়ে বেনজেমা আছেন- গত মৌসুমের প্রায় পুরোটা সময় এভাবেই একের পর এক সাফল্য পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। মৌসুম বদলালেও যেন বদলায়নি বেনজেমার এই অভ্যাস। নতুন মৌসুমেও শেষ মুহূর্তে জোড়া গোল করে রিয়ালকে জেতালেন এ ফ্রেঞ্চ তারকা। রোববার রাতে এস্পানিওলের মাঠে খেলতে গিয়ে পয়েন্ট খোয়ানোর আশঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল। তবে শেষ দিকে গিয়ে বেনজেমা দুই গোল করে রিয়ালকে ৩-১ গোলের জয় এনে দিয়েই মাঠ ছাড়েন। বেনজেমার উড়ন্ত ফর্মের সুবাদে টানা তিন জয়ে শীর্ষস্থানও অক্ষুণ্ণ রেখেছে রিয়াল মাদ্রিদ।
 
কাতালান ক্লাবটিতে খেলতে গিয়ে লিড নিতে অবশ্য সময় লাগেনি রিয়ালের। ম্যাচের ১২ মিনিটেই দলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সেই গোল ফিরিয়ে দেয় এস্পানিওল। স্প্যানিশ ফরোয়ার্ড হোসেলুর প্রথম শট ফেরালেও ফিরতি শট আর ঠেকাতে পারেননি থিবো কর্তোয়া। দ্বিতীয়ার্ধে ফিরেও চাপ সৃষ্টির চেষ্টা করে স্বাগতিক এস্পানিওল। অন্যদিকে সুযোগ হাতছাড়া করে জয়বঞ্চিত থাকার শঙ্কায় পড়ে রিয়াল। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে গিয়ে দলকে এগিয়ে দেন বেনজেমা। বাম দিক থেকে ক্রস দিয়েছিলেন রদ্রিগো। বেশ খানিকটা লাফিয়ে উঠে নেওয়া শটে বল জালে জড়ান বেনজেমা।
 
ম্যাচ শেষের আগে অতিরিক্ত যোগ করা সময়ে হয় নাটকীয়তা। ডি-বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করতে গিয়ে সেবায়োসকে ফাউল করে বসেন এস্পানিওলের গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। ভিএআর দেখে তাকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন রেফারি, রিয়াল পায় ফ্রি-কিক। বদলি খেলোয়াড়ের কোটা শেষ হয়ে যাওয়ায় গোলরক্ষক নামাতে পারেনি এস্পানিওল। ফলে বারের নিচে দাঁড়ান ডিফেন্ডার ক্যাবরেরা। কিন্তু বেনজেমার নিখুঁত ফ্রি-কিক তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ক্যাবরেরার। শেষ সময়ে পাওয়া গোলে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।