অনিরুদ্ধ ব্রতচারী : বঙ্গবন্ধুর ছায়া সঙ্গী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু মোহাম্মদ মুসার নাম হয়তো অনেকেই ভুলে গেছি। তিনি ছিলেন বঙ্গবন্ধুর প্রতিটি আন্দোলন সংগ্রামের বিশ্বস্ত ও খুব কাছের একনিষ্ঠ সহকর্মী। ওনার ধানমন্ডির জিগাতলার বাড়িতে বঙ্গবন্ধু অনেকবার এসেছিলেন, গোপন সভা করতেন, অনেক বিষয় নিয়ে আলোচনা করতেন সহকর্মীদের নিয়ে। তার কাছে লেখা বঙ্গবন্ধুর অনেক চিঠিপত্র এখনও তার স্ত্রীর নিকট আছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতাসহ পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করার পর যখন বঙ্গবন্ধুর কাছের মানুষদের উপর চরম অত্যাচার, নির্যাতন শুরু করে খন্দকার মোশতাক ও পরবর্তী সামরিক সরকার, তখন আবু মোহাম্মদ মুসাকে গ্রেফতার করে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে বিনাবিচারে আটকে রেখে দীর্ঘদিন (প্রায় ৩ বছর) কারানির্যাতন করে তৎকালীন সরকার। নির্যাতনের ফলে অনেক ধরনের শারীরিক জটিলতা দেখা দেয় উনার।
ওনার বড় মেয়ে হাসিনা হোসেন রেখা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা একই স্কুলে একই ক্লাসে পড়তেন, একসাথে স্কুলে যাতায়াত করতেন, তারা দুজনে বন্ধু। হাসিনা হোসেন রেখা দুই বছর আগে ইন্তেকাল করেছেন।
ওনার পরিবারের আরেক সদস্য রাশিদুল আলম বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মুসা সাহেব কুষ্টিয়ার সন্তান। মুসা সাহেব সবদিক দিয়ে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহকর্মী হিসেবে নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন।
দেশকণ্ঠ/আসো