দেশকন্ঠ প্রতিবেদন : আসন্ন নারী এশিয়া কাপ ২০২২- এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করেছে। ১ অক্টোবর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এবারের এশিয়া কাপের সবগুলো ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডে। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন মারুফা আক্তার। তার জায়গায় ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার জাহানারা আলম।
এশিয়া কাপে বাংলাদেশ দলের স্কোয়াড : নিগার সুলতানা জয় (ক্যাপ্টেন), শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, শোভনা মোস্তারী, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মগলা, ফারিহা ইসলাম, তৃষ্ণা ও সোহলী আক্তার।
স্ট্যান্ড বাই : মারুফা আক্তার, মো. শারমিন আক্তার সুপ্তা, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।
দেশকন্ঠ/অআ