দেশকন্ঠ প্রতিবেদন : সাফ শিরোপাজয়ী বাংলাদেশের নারী ফুটবলারদের বীরোচিত সংবর্ধনা দিয়েছে রূপায়ণ গ্রুপ। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রূপায়ণ সিটি উত্তরায় এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। প্রধান ফটক থেকে নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। এর পর বাদ্য বাজিয়ে বিজয় র্যালি করে তাদের নিয়ে যাওয়া হয় রূপায়ণ ম্যাজেস্টিক লাউঞ্জে।
রূপায়ণ সিটি উত্তরার পক্ষ থেকে নারী খেলোয়াদের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ৩০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অভিজ্ঞতার কথা বলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা এবং কোচ গোলাম রব্বানী ছোটন। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা সাবেক জাতীয় তারকা ফুটবলার আব্দুল গাফফার এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানসহ উপস্থিত অতিথিরা সাফজয়ী নারীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপায়ণ সিটি উত্তরার হেড অব সেলস ডিরেক্টর রেজাউল হক লিমন।
দেশকন্ঠ/অআ