দেশকন্ঠ প্রতিবেদন : কাতার বিশ্বকাপের আর বাকি মাত্র ৩১ দিন। সময়টা বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণার। যদিও দলগুলো এখনো নিজেদের বিশ্বকাপ দলে কে কে থাকছেন, সেটা এখনো ঘোষণা করেনি। দলগুলোর বিশ্বকাপ স্কোয়াডে কে কে থাকছেন, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। আর্জেন্টিনা দল এখনো ঘোষণা হয়নি। যদিও স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, দিন দুয়েকের মধ্যে ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ফিফার হাতে তুলে দেবেন কোচ লিওনেল স্ক্যালোনি। সেই স্কোয়াডটাই ফাঁস হয়ে গেল এবার।
আর্জেন্টিনার ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টিএনটি স্পোর্টসের সাংবাদিক আর্তুরো বুলিয়ান গত রাতে আর্জেন্টিনার ৩৫ সদস্যের এই দল ফাঁস করেছেন। জানিয়েছেন মোটাদাগে এই দলটাই ফিফার হাতে তুলে দিতে চলেছেন কোচ স্ক্যালোনি। অনুমিতভাবেই এই দলে আছেন আর্জেন্টিনার সবশেষ দুই ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডে থাকা সবাই। সেখানে নতুন করে যোগ হতে পারে হুয়ান মুসো, মার্কো সেনেসি, হুয়ান ফয়েথ, লুকাস আলারিও, লুকাস ওক্যাম্পোস, নিকোলাস ডমিঙ্গেজ, জিওভানি সিমিওনেদের নাম।
ফাঁস হওয়া আর্জেন্টিনার ৩৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি, হুয়ান মুসো।
ডিফেন্ডার : নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, হেরমান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, নিকলাস টালিয়াফিকো, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নাহুয়েন পেরেজ, লুকাস মার্টিনেজ কুয়ার্তা/মার্কো সেনেসি।
মিডফিল্ডার : রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো চেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রদ্রিগেজ, আলেহান্দ্রো ‘পাপু’ গোমেজ, এনজো ফের্নান্দেজ, এসকিয়েল পালাসিওস, তিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ, আনহেল ডি মারিয়া, ইউলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গনজালেস, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, জিওভানি সিমিওনে/এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও/লুকাস ওক্যাম্পোস/নিকোলাস ডমিঙ্গেজ।
দেশকন্ঠ/অআ