• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৫৫

১২ বছর পর বিশ্বকাপ জিতলো ইংলিশরা

দেশকন্ঠ ডেস্ক : টি ২০ বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। মেলবোর্নে ১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল জস বাটলারের দল। পাকিস্তানের বোলাররা প্রথমদিকে ইংল্যান্ডের উপর চাপ তৈরির মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হলো না। বাটলারের দলের সামনে ১৩৮ রানের টার্গেট রেখেছিল পাকিস্তান। বেন স্টোকস ও মঈন আলির পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা নিল ইংল্যান্ডের দ্বিতীয়বার টি ২০ বিশ্বকাপ জয় নিশ্চিত করার ক্ষেত্রে। ইংল্যান্ড টি ২০ বিশ্বচ্যাম্পিয়ন ২০১০ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
 
২০১৬ সালের বিশ্বকাপেও খেতাবের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইডেনে সেই ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। বেন স্টোকসের প্রথম চার বলেই চারটি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজকে কাপ জিতিয়েছিলেন কার্লোস ব্রেথওয়েট। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ডকে হারিয়ে। সেই ম্যাচেও স্টোকসের ৯৮ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংসের সৌজন্যে ইংল্যান্ড ম্যাচ টাই রেখেছিল। তারপর খেলা গড়ায় সুপার ওভারে। তার মাধ্যমেও ফলাফল নির্ধারিত না হওয়ায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয় বেশি বাউন্ডারি মারার নিরিখে। সেই ফাইনালেও ম্যাচের সেরার পুরস্কার দখলে নিয়েছিলেন স্টোকস।
 
 আজ ১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড প্রথম ওভারের শেষ বলে ৭ রানে প্রথম উইকেট হারায়। ২ বলে ১ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হন অ্যালেক্স হেলস। ৩.৩ ওভারে ৩২ রানের মাথায় ফিল সল্ট (৯ বলে ১০)-কে ফেরান হ্যারিস রউফ। ৫.৩ ওভারে ৪৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (১৭ বলে ২৬)। পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৯। ৬.১ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ১০ ওভারের শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৭৭। ১২.২ ওভারে হ্যারি ব্রুক আউট হন দলের ৮৪ রানের মাথায়। ২৩ বলে ২০ রান করে ব্রুক শাদাব খানের শিকার। ১৮.২ ওভারে মঈন আলি (১২ বলে ১৯) রান করে মহম্মদ ওয়াসিমের বলে যখন বোল্ড হন তখন পাকিস্তানের স্কোর ১৩২। ১৯তম ওভারের শেষ বলেই ইংল্যান্ডের ৫ উইকেটে জয় নিশ্চিত করে দেন স্টোকস। ৮০ হাজার ৪৬২ জন দর্শক এদিন উপস্থিত ছিলেন এমসিজিতে। স্টোকস ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। শেষ চার ওভারে ইংল্যান্ডের জিততে প্রয়োজন ছিল ২৮ রান। মহম্মদ ওয়াসিম ১৭তম ওভারে ১৬ রান দিতেই ইংল্যান্ডের দিকে ঝুঁকে পড়ে ম্যাচ। ১২ বছর পর ফের খেতাব পাকিস্তানের হ্যারিস রউফ ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও মহম্মদ ওয়াসিম নেন একটি করে উইকেট।
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শান মাসুদের ৩৮ ও বাবর আজমের ৩২ রানের সৌজন্যে পাকিস্তান তুলেছিল ৮ উইকেটে ১৩৭। স্যাম কারান তিনটি, আদিল রশিদ ও ক্রিস জর্ডন নেন দুটি করে উইকেট। বেন স্টোকস বোলিং ওপেন করে ১ উইকেট নেওয়ার পর দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন অনবদ্য অর্ধশতরান হাঁকিয়ে।
 
ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে টি ২০ বিশ্বকাপ দুবার জেতার গৌরব অর্জন করল ইংল্যান্ড।
দেশকন্ঠ/রাসু
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।