দেশকন্ঠ প্রতিবেদন : অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নারের বয়সটা এখন ৩৬। ফর্ম ভালো থাকায় এখনও অবশ্য সব ফরম্যাটেই খেলছেন নিয়মিত। তবে চাপটা আর বেশিদিন নিতে চাচ্ছেন না তারকা এই ব্যাটার। কোনো একটি ফরম্যাট থেকে সরে দাঁড়াতে চান বাঁহাতি এ ওপেনার। সাদা বলের ক্রিকেটটা এখনো বেশ উপভোগ করেন ওয়ার্নার। আর তাই ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটটা খেলতে চান আরও কয়েক বছর। কিন্তু বাঁহাতি এ ক্রিকেটার ছাড়তে চান টেস্ট ক্রিকেট। কবে ছাড়বেন সেটারও একটি আভাস দিয়েছেন তিনি। আগামী ১২ মাসই তার টেস্ট ক্যারিয়ারের শেষ সময় হতে পারে বলে অস্ট্রেলিয়ান এক গণমাধ্যমকে জানিয়েছেন ওয়ার্নার।
এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘টেস্ট ক্রিকেটই সম্ভবত প্রথম, যেখান থেকে সরে দাঁড়াব। কারণ, এভাবেই এগোতে হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ। সম্ভবত টেস্ট ক্রিকেটে এটাই হতে পারে আমার শেষ ১২ মাস। কিন্তু আমি সাদা বল খেলতে ভালোবাসি, এটা দারুণ।’ ঘরের মাঠে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন ওয়ার্নার। কিন্তু তাতেই ফুরিয়ে যাননি তারকা এ ক্রিকেটার। সমালোচকদের সতর্ক করে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটটা আমি ভালোবাসি। যারা বলছে আমি ফুরিয়ে গেছি, তারা সাবধানে থাকুন। যা চাইছেন তা নিয়ে সতর্ক থাকুন।’
দেশকন্ঠ/অআ