দেশকণ্ঠ প্রতিবেদন : ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর তৃতীয় দিনে জয় পেয়েছে এটিএন নিউজ, আরটিভি, একাত্তর টিভি, কালবেলা, চ্যানেল আই, আমাদের সময়, ডেইলি স্টার, এটিএন বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড, জিটিভি, রাইজিংবিডি, জাগোনিউজ ও ঢাকা পোস্ট।ৎ
১৫ নভেম্বর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজ ১-০ গোলে নিউজ বাংলাকে পরাজিত করে। ম্যান অব ম্যাচ হয়েছেন মনিরুজ্জামান। দ্বিতীয় ম্যাচে আরটিভি ১-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির মিজানুর রহমান। তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৫-০ গোলে আমাদের নতুন সময়কে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফুল জুয়েল। চতুর্থ ম্যাচে আমাদের সময় ও নাগরিক টিভির খেলা টাইব্রেকারে নিস্পত্তি না হওয়ায় টস জিতে জয়লাভ করে আমাদের সময়। ম্যাচ সেরা হয়েছেন আসাদুর রহমান। পঞ্চম ম্যাচে ডেইলি স্টার ৪-০ গোলে ঢাকা মেইলকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হাসনাত শাহীন। ষষ্ঠ ম্যাচে এটিএন বাংলা ১-০ গোলে জনকন্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কামরুজ্জামান। সপ্তম ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ২-০ গোলে নয়া দিগন্তকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রফিকুল ইসলাম। অষ্টম ম্যাচে জিটিভি ৩-০ গোলে এনটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এম এম সেকান্দার। নবম ম্যাচে রাইজিংবিডি ও যুগান্তরের ম্যাচটি টাইব্রেকারে নিস্পত্তি না হওয়ায় টসে জিতে যায় রাইজিংবিডি। ম্যান অব দ্য ম্যাচ হাসান মাহমুদ। অপরদিকে আজকালের খবরের বিরুদ্ধে ওয়াকওভার পায় একাত্তর টিভি। চ্যানেল ২৪ নির্ধারিত সময়ে মাঠে না আসায় কালবেলা জয়লাভ করে, ইত্তেফাকের বিরুদ্ধে ওয়াকওভার পায় জাগোনিউজ এবং ঢাকা পোস্ট জয়লাভ করে ভোরের ডাকের বিপক্ষে।
তৃতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। টুর্নামেন্টের তত্ত্বাবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা। এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ও কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ।
দেশকন্ঠ/আসো