স্পোর্টস রিপোর্টার : টেস্ট সিরিজ শুরুর আগেরদিন হঠাৎ করেই অসুস্থ বোধ করেন অধিনায়ক সাকিব আল হাসান। তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। না, খারাপ কিছু ঘটেনি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেসার উমরান মালিকের একটি বল কাধে লাগে। সেখানে এখনো কালচেটে দাগ রয়েছে। যদিও হাসপাতাল থেকে ফিরে ঠিকই মাঠে সতীর্থদের সাথে অনুশীলনে ফিরেছেন। তার প্রথম টেস্ট খেলতে কোন সমস্যা নেই বলে টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা গেছে। যা বাংলাদেশের জন্য বেশ স্বস্থিরই বটে।
ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ১৪ ডিসেম্বর খেলতে নামছে বাংলাদেশ দল। ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের ডামাডোলের মধ্যেই সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ-ভারত। টেষ্ট সিরিজ টেষ্টের মতোই খেলতে চাইছেন স্বাগতিকরা। ছোট করে বললে, ৫ দিন খেলাই লক্ষ্য বাংলাদেশ দলের। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার চোটে অধিনায়কত্ব পাওয়া লোকেশ রাহুলের মাথায় ক্যাপ ছিল, সাকিবের ছিল না। ছবি তোলার আগে রসিকতা করে বললেন ‘আমার তো ক্যাপ নেই!’ টেস্টের জার্সি গায়ে ট্রফি নিয়ে ফটোসেশন করলেও অনুশীলনে দেখা যায়নি সাকিবকে। রসিকতা করলেও ভারতের বিপক্ষে ১১ টেস্ট খেলে কোনো জয় নেই বাংলাদেশের। পরিসংখ্যান বদলাতে স্কোয়াডে না থাকলেও চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফ স্পিনার রাকিবুল হাসানকে। ‘এ’ দলের দায়িত্ব শেষে অনুশীলনে যোগ দিয়েছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। শিস্যদের নিয়ে কাজ করেছেন।
এছাড়া নেট বোলারদের বিভিন্ন ধরনের বল করতে তাগিদ দিয়েছেন। ফিল্ডিং অনুশীলনে ব্যস্ততার বেশির ভাগই ছিল এবাদত হোসেনকে ঘিরে। নিয়মিত ক্যাচ ফেলা এই পেসার উন্নতিতে বেশ মরিয়া ছিলেন। তার আসল দায়িত্ব বোলিংটা ঠিকঠাক করা জরুরি চট্টগ্রামের ব্যাটিং উইকেটে। তার সতীর্থ তাসকিন আহমেদ জানালেন, তাদের লক্ষ্য পঞ্চম দিনে খেলা নিয়ে যাওয়া। সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘যতগুলো টেস্ট জিতেছি, প্রতিটি পঞ্চম দিনে নিয়ে গেছি। এখানে লক্ষ্য থাকবে যত ভালো উইকেট থাকুক পঞ্চম দিনে যেতে পারলে ভালো কিছু প্রত্যাশা করা যায়।’ সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলে ভারতের অবস্থান চারে। ১০৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। বাংলাদেশ থেকে দুই জয়ে ২৪ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইবে ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাংলাদেশের বিপক্ষে জয় দরকার গত আসরের রানার্স আপ ভারতের।
বাংলাদেশ সফরে প্রথম টেস্ট অধিনায়ক রাহুল বলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ উতরে যাওয়ার ব্যাপার আছে। আমাদেরও আগ্রাসী হতে হবে। আমরা জানি, ফাইনালে যেতে কী করতে হবে। নির্দিষ্ট দিনে সব কিছু বিবেচনা করব। এটা টেস্ট ক্রিকেট। প্রতিটি দিন, প্রতিটি সেশনে দলের চাহিদা বিবেচনা করতে হবে।’ বাংলাদেশ দল অনুশীলন করেছে শেষ বিকেলের প্রায় পুরোটা সময়ই। ভারতকে আটকানোর কৌশল নিশ্চয়ই আগে থেকেই বাতলাতে শুরু করেছেন কোচিং স্টাফরা। তাসকিনের ভাষায় ‘পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে ক্রিকেটারদেরই।’ চট্টগ্রামের উইকেট এমনিতেই রান প্রসবা। এমন উইকেটে বাংলাদেশের বোলারদের সামলাতে হবে বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্তদের মতো ব্যাটারদের। তাসকিন জানান, ‘তাদের সবাইকেই আটকানো সম্ভব। তবে সে ক্ষেত্রে নিজেদের দিতে হবে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা, যদি উইকেট পেতে বেশি জোরাজুরি করা যাবে না। নতুন বলে আর্লি একটু স্যুইং করার চেষ্টা, পুরান বলে রিভার্স স্যুইং। ওদেরও ধৈর্যচ্যুতির চেষ্টা করতে হবে। মৌলিক জিনিসটা ঠিক রাখতে হবে।’
এখন ভারতের ভুলের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ দল। পাশাপাশি নিজেদের সেরাটা মেলে ধরার লক্ষ্য তো রয়েছেই। টেষ্ট খেলতে চায় টেষ্টের মতো, তাতেই আর যাই হোক কিছুটা সম্মান থাকবে। তবে ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মুতিটাও সঙ্গী রয়েছে সাকিব আল হাসানের দলের।
দেশকণ্ঠ/আসো