দেশকণ্ঠ প্রতিবেদন : বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের আয়োজনে মন্কমানি বিএবিবিএফ জাতীয় শরীর গঠন চ্যাম্পিয়নশিপ এ তৃতীয় দিনের খেলায় চারটি স্বর্ণের নিস্পত্তি হয়েছে। সিনিয়র পুরুষ শরীর গঠনে ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি ও ৭০ কেজি দৈহিক ওজন শ্রেণির প্রতিযোগিতা ২২ ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সিনিয়র পুরুষ শরীর গঠনের ৭০ কেজি দৈহিক ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের মো. এবাদত হোসেন স্বর্ণ, একই দলের অন্তু হোসেন ঢালী রৌপ্যপদক জয় করেন।
এই ইভেন্টে আনসারের মো. খায়রুল আনাম রিয়াদ ব্রোঞ্চপদক জয় করেন। এই ইভেন্টে মো. নাঈম উদ্দীন ইরফান, মিতু চোকদার ও কাজী রকিবুর রহমান যথাক্রমে চতুর্থ থেকে ষষ্ট স্থান লাভ করেন। সিনিয়র পুরুষ শরীর গঠনের ৬৫ কেজি দৈহিক ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের দুই প্রতিযোগী মো. তানিম ইসলাম ও মো. সোহান হোসেন যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য এবং আয়রন ওয়ারিয়রসের সাকিব আলম জিম তৃতীয় স্থান লাভ করেন।
এই ইভেন্টে মো. রিমন হোসেন চতুর্থ, মো. রাসেল পঞ্চম ও সাইফুল আলম ষষ্ট স্থান লাভ করেন। সিনিয়র পুরুষ শরীর গঠনের ৬০ কেজি দৈহিক ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের নাজিম খান স্বর্ন, মানস জিমের মো. তৌকির আহমদ বাবলু রৌপ্য ও আনসারের রনি হোসেন ব্রোঞ্চপদক জয় করেন। এই ইভেন্টে আনসারের দুই প্রতিযোগী মো. শরিফুল আজিজ ও আল আমিন শিপন চতর্থ ও পঞ্চম এবং শাওন বড়ুয়া সৌম্য ষষ্ট স্থান লাভ করেন।
এছাড়া সিনিয়র মেনস বডিবিল্ডিং এর ৫৫ কেজি দৈহিক ওজন শ্রেণিতে বাংলাদেশ আনসারের মো. তানভির ও মো. মুন্না যথাক্রমে স্বর্ন ও রৌপ্য এবং মানস জিমের শৈশব ব্রোঞ্চ পদক জয় করেন। এই ইভেন্টে মো. সোহেল, তাসকিন অভি ও আসাদুজ্জামান যথাক্রমে চতুর্থ থেকে ষষ্ট স্থান লাভ করেন।
দেশকণ্ঠ/আসো