• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:৪২

খর্বশক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

দেশকণ্ঠ প্রতিবেদন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে এমনিতেই চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিগব্যাশসহ আরও কয়েকটি দেশে লিগ চলমান থাকা ২০ ওভারের এই ক্রিকেটে খেলোয়াড় সংকটে রয়েছে লাল সবুজের দেশ। এই অবস্থার মধ্যে আবার নতুন সমস্যা তৈরি হয়েছে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে। টাকার কাছে বিক্রি হয়ে ইংলিশ দলের অনেক খেলোয়াড়ই বাংলাদেশে আসছেনা। তাদের কাছে পাকিস্তানের লিগ খেলাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে।
 
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসন্ন আসরও বড় বাধা হতে যাচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য। চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে এক দিনের ম্যাচ ও টি-টোয়েন্টি খেলবে ইংলিশরা। একাধিক কারণেই মূল শক্তির দল নিয়ে বাংলাদেশে আসতে পারছে না। বাংলাদেশ বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে নিউজিল্যান্ডের মাটিতে দু’টি সাদা পোশাকের ম্যাচ খেলবে ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ সফরে আসতে পারবেন না বেন ডাকেট, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, অলি স্টোনরা। এরা সবাই বাংলাদেশের বিপক্ষে সম্ভাব্য টি-টোয়েন্টি দলে ছিলেন। 
 
২০ ওভারের টুর্নামেন্টটির জন্য বাংলাদেশ সফরে অ্যালেক্স হেলসকে পাচ্ছে না ইংল্যান্ড। এবার সে তালিকায় যোগ হয়েছে লিয়াম ডসন, জেমস ভিন্স, স্যাম বিলিংসদের মতো ক্রিকেটাররা। তাদের কাউকেই আটকাতে পারবে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ তাদের কেউই কেন্দ্রীয় চুক্তিতে নেই। এ দিকে চোটের কারণ বাংলাদেশ সফরে আসতে পারবেন না দুই তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টো। ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত ওভারের কোচ ম্যাথু পট ও অধিনায়ক জশ বাটলারের নেতৃত্বে তরুণ প্রতিভাবান ও নতুন মুখ নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড।’ প্রতিবেদনে আরো বলা হয়, ওপেনার অ্যালেক্স হেলস লাভনীয় পারিশ্রমিকের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে না খেলে পিএসএলে খেলার সিদ্বান্ত নিয়েছেন। হেলসের মতো পিএসএলকেই বেশি গুরুত্ব দিচ্ছেন স্যাম বিলিংস, লিয়াম ডসন ও জেমস ভিন্সও।’ তাই বাংলাদেশ সফরে সেরাদের সার্ভিস পাচ্ছে না ইংল্যান্ড।
 
যা সিরিজের মান কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। চলতি মাসের শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু টাইগারদের বিপক্ষে সিরিজে দল গড়া নিয়ে সমস্যায় পড়তে যাচ্ছে ইংলিশরা। ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে বাংলাদেশ সফরে কয়েকজন তারকা ক্রিকেটারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে অনিয়মিতদের নিয়েই দল গঠন করবে ইংল্যান্ড। চলতি সপ্তাহেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করার কথা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের। ২০২১ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনা মহামারির কারণে দুই বোর্ডের যৌথ সম্মতিতে পিছিয়ে দেওয়া হয় এ সফর। প্রথমে জানানো হয় ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংলিশরা। কিন্তু প্রস্তুতি ম্যাচ বাতিল করে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার নতুন তারিখ ঘোষণা করে ইংল্যান্ড দল। দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১ মার্চ। আর ৯ মার্চ শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। চলতি মাসেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ১৬ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি। 
 
এর ফলে আগেই জানা গিয়েছিল বাংলাদেশ সফরে সেই দলের কাউকে পাওয়া যাবে না। তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের চেয়ে ইংলিশ নির্বাচকদের বড় সমস্যার নাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল এ ইংল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার চুক্তিবদ্ধ। জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। টেলিগ্রাফ জানিয়েছে অন্তত ১৫ জন ক্রিকেটারকে পাওয়া যাবে না বাংলাদেশ সফরে। টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে লিখেছে, পিএসএলের কারণে অ্যালেক্স হেলসকে বাংলাদেশ সফরে পাওয়ার সম্ভাবনা নেই। ডানহাতি এই ওপেনার পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মোটা অঙ্কে চুক্তিবদ্ধ। কাজেই জাতীয় দলের চেয়ে পিএসএলে খেলতে বেশি আগ্রহী তিনি। একইভাবে ইংলিশদের হয়ে বাংলাদেশ সফরে আসছেন না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসন। এছাড়া প্রস্তুতি ম্যাচও বাতিল করল ইংল্যান্ড। চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারবেন না জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় পাওয়া যাচ্ছে না বেন ডাকেট ও হ্যারি ব্রুকসকে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ সফর থাকছেন না জো রুটও।
 
না আসাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম অ্যালেক্স হেলস। পাকিস্তানে টাকা বেশি, তাই বাংলাদেশে আসছেন না এই ব্যাটসনম্যান। ছয় বছর পর বাংলাদেশ সফর করছে ইংল্যান্ড। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলতে ইংলিশদের এই সফর। তবে আসন্ন এই সফরে দলের সঙ্গে বাংলাদেশে আসছেন না স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেটে দাপুটে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। একই সময়ে পিএসএল খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে পিএসএল। এই টুর্নামেন্টে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা হেলসের। পিএসএলের এবারের মৌসুমে খেলার জন্য ইসলামাবাদের সঙ্গে ১ লাখ ৪৫ হাজার পাউন্ডের (১ কোটি ৯০ লাখ ৭৮ হাজার টাকা) প্লাটিনাম ক্যাটাগরিতে দলে টেনেছিল ইসলামাবাদ। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানাচ্ছে, এই ‘চুক্তির প্রতি সম্মান’ জানাতেই ইংল্যান্ডের হয়ে বাংলাদেশ সফর করতে চান না এই ব্যাটসম্যান। কয়েক বছর ইংল্যান্ড দল থেকে নির্বাসিত থাকার পর গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে দলে ফিরেছিলেন হেলস। ৪২.৪০ গড়ে ২১২ রান করে অবদান রেখেছেন ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে। ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা।
দেশকণ্ঠ/আসো
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।