- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগের স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করা হয়েছে।বুধবার দুপুরে বর্হিবিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) প্রফেসর ডা. মো. সামিউল ইসলাম। শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, ঢাকা বিভাগের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা শহরের নবীববাগ এলাকায় ৩৬ একর জায়গার উপর প্রায় ৭০৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট ‘শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল’র নির্মাণ করা হয়। বর্হিবিভাগ স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু হওয়ার ফলে মাত্র ১০ টাকা মূল্যের টিকিটের বিনিময়ে স্বাস্থ্য সেবা নিতে পারবেন গোপালগঞ্জ , নড়াইল, বাগেরহাট, মাদারীপুর ও আশপাশের জেলার হাজার হাজার বাসিন্দা।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা