- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : রেলকে অলাভজনক দেখিয়ে একসময় বন্ধকরে দেয়া চেষ্টা করা হলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে উল্টো দেশব্যাপী রেল নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করে যচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-জয়দেবপুর, রূপপুর-ঈশ্বরদী ও কসবা-মন্দবাগ ও শশীদল-রাজাপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচল উদ্বোধনীতে এসব কথা বলেন। এসময় গণভবন থেকে ভার্চুয়ালি সবুজ পতাকা নাড়িয়ে ও বাসি বাজিয়ে ৩ টি নতুন লাইনে ট্রেন চলাচলের যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
সাধারণের চলাচলের মাধ্যম ও সহজে পণ্য পরিবহন করতে পারায় রেলের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা জানান গত ১৪ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেল লাইন তৈরি করা হয়েছে। চালু করা হয়েছে নতুন ১৪২টি ট্রেন। পদ্মাসেতুতে রেল সংযোগ, যমুনার ওপর বঙ্গবন্ধু রেলসেতু, কক্সবাজার রেলে সংযোগসহ সব মেগা প্রকল্পদ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা