দেশকন্ঠ প্রতিবেদন : ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। আর ইংলিশদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের জন্য ডাক পেয়েছেন বিপিএল মাতানো তৌহিদ হৃদয়। সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে। এদিকে নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ফিরেছেন দলে। যদিও ভারতের বিপক্ষে সিরিজে তামিম ছিলেন না ইনজুরির কারণে। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম ফিরেছেন দলে।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
ওয়ানডে সিরিজের সূচি- ১ম ওয়ানডে- ১ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ২য় ওয়ানডে- ৩ মার্চ, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ৩য় ওয়ানডে- ৬ মার্চ, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
দেশকন্ঠ/অআ