দেশকণ্ঠ প্রতিবেদন : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলার ৬টি স্কুল নিয়ে দুইদিনব্যাপী ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. স্কুল রাগবি প্রতিযোগিতা’ শেষ হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যাবস্থাপনায় এই প্রতিযোগিতা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মাইজপারা ইউপি দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়ন এবং পিবিএম মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।
এর আগে ২২ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করনে বাংলাদশে অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও বাংলাদশে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশকিুর রহমান মিকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নড়াইল শাখার ম্যানেজার এবং এফএভিপি জাহিদুল আলম কিবরিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সরকার, আবুল কাশেম, কৃষ্ণপদ দাস প্রমুখ। অনুষ্ঠানে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আয়ুব খান বুলু সভাপতত্বি করেন।
প্রতিযোগিতায় অংশ নিয়েছে নড়াইলের ভিক্টোরিয়া কলিজিয়েট উচ্চ বিদ্যালয়,পিবিএম মাধ্যমিক বিদ্যালয়, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়, মাইজপারা ইউপি দাখিল মাদ্রাসা, শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও কে ডি এম মাধ্যমিক বিদ্যালয়।
দেশকণ্ঠ/আসো