দেশকন্ঠ প্রতিবেদন : আইপিএল) খেলতে মুস্তাফিজুর রহমান এখন অবস্থান করছেন ভারতের মাটিতে। গেল আসরের মতো এবারের আসরেও মুস্তাফিজ খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। সোমবার রাতে অবশ্য টাইগার এই পেসার দিয়েছেন এক বার্তা। দিল্লির অফিসিয়াল ফেসবুক পোস্টের এক ভিডিওতে এবার মুস্তাফিজ জানিয়েছেন বিশেষ অনুরোধ। তিনি ভিডিওতে সবাইকে অনুরোধ করে বলেছেন, আমাদের যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে, ইন্সটাগ্রাম-টুইটার-ফেসবুক আপনারা সবাই ফলো করুন। এর আগেও দিল্লি দলকে বিভিন্ন সময় মুস্তাফিজের ছবি শেয়ার করে বাহারি ক্যাপশান দিয়ে পোস্ট করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও প্রথম দিকের কয়েক ম্যাচে একাদশে সুযোগ হচ্ছিল না মুস্তাফিজের। তবে শেষ দুই ম্যাচে দিল্লির একাদশে ছিলেন টাইগার এই পেসার। অবশ্য নিজের প্রথমে ম্যাচে নায়ক হওয়ার সুযোগ থাকলে শেষ পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হন মুস্তাফিজ। ৪ ওভার বল করে সেদিন রান দেন ৩৮। এরপর নিজের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ ছিলেন আরো খরুচে। কেননা এই ম্যাচে টাইগার এই পেসার দেন ৪১ রান, ৩ ওভার বল করে। যে কারণে তার পরবর্তী ম্যাচ খেলা নিয়েই জেগেছে শঙ্কা।
দেশকন্ঠ/অআ