দেশকণ্ঠ প্রতিবেদন : এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। ২৬ এপ্রিল সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। নারী দলটি প্রবাসী বাংলাদেশীদের ব্যাপক সমর্থক একটু বেশিই উজ্জীবিত করেছে গোলাম রব্বানী ছোটনের দলকে।
ফেভারিটের মতোই এই ম্যাচে শুরু থেকে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধেই তার সুফল পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশ নারী দলকে মাত্র ৩ মিনিট। এ সময় পূজা দাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ (১-০)। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনু মারমা (২-০)। খেলার ৩৯ মিনিটের মাথায় অধিনায়ক রুমা আক্তার দলের পক্ষে তৃতীয় গোল করেন (৩-০)।
উভয় অর্ধে নামতা গুনে তিনটি করে গোল করেছে বাংলাদেশ। খেলার ৫৩ মিনিটের মাথায় থুইনু মারবা নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে ৪র্থ গোল করেন (৪-০)।খেলার ৬০ মিনিটে প্রীতি পেনাল্টি থেকে ব্যবধান ৫-০তে উন্নীত করেন। শেষ গোলটিও পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল পেনাল্টি থেকে ৮২ মিনিটে তৃষ্ণার পেনাল্টি শট জাল স্পর্শ করে (৬-০)। ৩০ এপ্রিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে।
দেশকণ্ঠ/আসো