- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের কাছে তার কনফারেন্স রুমে মরণোত্তর চক্ষুদানসহ দেহদানের অঙ্গীকার সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর করেন ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। উপাচার্য বলেন, কর্ণিয়ার অভাবে অনেক রোগীর অন্ধত্ব দূর করা সম্ভব হচ্ছে না। আবার বিদেশে গিয়ে কর্ণিয়া প্রতিস্থাপন করায় প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। মরণোত্তর চক্ষুদান (কর্ণিয়া) এ সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারে।
মরণোত্তর চক্ষুদানসহ মরণোত্তর দেহদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মরণোত্তর দেহদান চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা ও গবেষণায় বড় অবদান রাখতে পারে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: মনিরুজ্জামান খান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা