• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:৩০

উইমেন্স সুপার লিগ নিয়ে অনিশ্চয়তা?

দেশকন্ঠ প্রতিবেদন : অনেক ঢাকঢোল পিটিয়ে শুরুর ঘোষণা দেওয়া উইমেন্স সুপার লিগ এখন অনেকটাই নীরব। প্রথমবারের মতো এই লিগ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মে মাসে শুরুর সবকিছু চুড়ান্ত থাকলেও এখন আর বাফুফে কর্মকর্তাদের কোন হেলদোল দেখা যাচ্ছেনা। অথচ জনাকীর্ণ সংবাদ সম্মেলন করার পাশাপাশি লোগো উন্মোচনও করা হয়েছিল। অথচ এখন আর কোন দেখা নেই, থেমে গেছে সব আলোচনা। তাইতো মেয়েদের ফুটবল সংশ্লিষ্ট অনেকেরই প্রশ্ন, তাহলে কি আলোর মুখ দেখবেনা এই লিগ। অথচ অনুমোদন পাওয়ার আগেই ইংল্যান্ড থেকে আনা ট্রফি উন্মোচন করা হয়েছিল। দেশের বাইরে থেকে আনা হয়েছিল বল। রীতিমতো চমকে দিয়েই ঘোষণা এসেছিল দক্ষিণ এশিয়ায় মেয়েদের প্রথম ফুটবল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেনস সুপার লিগ বা ডব্লিউএসএলের। পাঁচ তারকা হোটেলে দুই অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতিতে একাধিক জাঁকালো অনুষ্ঠান করে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টস মেয়েদের ফুটবলকে বড় কিছুর স্বপ্ন দেখিয়ে এখন যেন আড়ালে। গত মার্চে জমকালো অনুষ্ঠানের মধ্যে ঘোষণা এসেছিল ডব্লিউএসএলের। ৮ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবলের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছিলেন, ১৫ মে শুরু হবে ডব্লিউএসএল।
 
এরপর গত ১ মে প্লেয়ার ড্রাফটের কথা থাকলেও সেদিন উন্মোচন করা হয় ট্রফি। বলা হয়েছিল, ডব্লিউএসএল নিয়ে পরবর্তী কর্মসূচি জানানো হবে ১৩ মে। ১৩ মে পার হয়েছে আরও এক সপ্তাহ আগেই। এখন কবে শুরু ডব্লিউএসএল, শেষ পর্যন্ত হবে কি না, এসকল প্রশ্নের কোনো উত্তরই খুঁজে পাওয়া যায়নি কে-স্পোর্টস আর বাফুফের কাছ থেকে। বলা হয়েছিল, খেলা হবে বসুন্ধরার মাঠ কিংস অ্যারেনায়। কিন্তু শেষ পর্যন্ত বসুন্ধরা এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় তৈরি হয় মাঠ নিয়ে জটিলতা। সেখান থেকেই মূলত আর টুর্নামেন্ট করার মতো উপযুক্ত মাঠ খুঁজে পায়নি কে-স্পোর্টস। ডব্লিউএসএল আদৌ হবে কি না, এই প্রশ্ন আছে খোদ বাফুফেরই। বাফুফের এক কর্মকর্তার দাবি, এ ধরনের টুর্নামেন্ট করতে হলে অন্তত এক বছরের প্রস্তুতির প্রয়োজন।
 
কিন্তু কে-স্পোর্টস পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই পাঁচ তারকা হোটেলে যে দুটি অনুষ্ঠান করেছে, পুরোটাই একরকম লোকদেখানো! ডব্লিউএসএল হওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি সেই কর্মকর্তার। ডব্লিউএসএল নিয়ে গত মাস পর্যন্ত অন্ধকারে ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা। বাফুফের অনুমোদন ছাড়া শুধু সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণের মৌখিক অনুমোদন নিয়েই এত দূর এসেছেন কে-স্পোর্টসের চেয়ারম্যান ও ক্রীড়ানুরাগী ফাহাদ করিম। মাহফুজা আক্তার কিরণ শুরু থেকেই ছিলেন ডব্লিউএসএল নিয়ে প্রচারণার সঙ্গে জড়িত। মে মাসের শুরুতে নির্বাহী কমিটিতে ডব্লিউএসএল অনুমোদন পেলেও সেই সভায় রীতিমতো তোপের মুখে পড়েছিলেন কাজী সালাউদ্দিন ও কিরণ। অনুমোদন পেলেও টুর্নামেন্ট নিয়ে আপত্তি তুলেছেন বাফুফের একজন সহ সভাপতি। কারণ হিসেবে তিনি সামনে এনেছেন কে-স্পোর্টসের সঙ্গে বাফুফের আগের তিক্ত অভিজ্ঞতার কথা। এখন সেটাকে বড় করে দেখানো হচ্ছে।
 
কিন্তু এখানে বাফুফের নিয়ন্ত্রা সংস্থাটির ব্যর্থতা অনেকটাই পরিস্কার। বিশেষত বাফুফে সাবেক সাধারন সম্পাদক সম্পাদক আবু নাঈম সোহাগের নিষেধাজ্ঞার পর থেকেই সবকিছু স্বাভাবিকভাবে চলছেনা। বাফুফে সূত্র জানায়, প্রভাবশালী সেই সহ সভাপতির আপত্তির কারণেই ডব্লিউএসএল আয়োজনের ব্যাপারে বাফুফে থেকে কোনো সবুজ সংকেত পায়নি কে-স্পোর্টস। ডব্লিউএসএলের অগ্রগতি জানতে যোগাযোগ করা হয় কিরণের সঙ্গে। ‘ফাহাদ করিমের সঙ্গে কথা বলুন, উনি অনেককিছু বলতে পারবেন’ বলে তিনি ফোন কেটে দেন। ফাহাদ করিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। যদিও গত সপ্তাহে এই প্রতিবেদককে তিনি বলেছিলেন, ডব্লিউএসএলে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখিয়েছে দুটি প্রতিষ্ঠান। বাকি দুটি দলের দ্রুতই ব্যবস্থা হয়ে যাবে—ফাহাদ করিমকে এমনই আশাবাদী দেখা গিয়েছিল। ডব্লিউএসএল নিয়ে বাফুফের শঙ্কা নিয়ে ফাহাদ করিম বলেছিলেন, ‘সত্যি কথা বলতে কি, বাফুফের এখানে কোনো ভূমিকা নেই। এটা অপেশাদার টুর্নামেন্ট। বাফুফে উল্টো আমাদের কাছ থেকে টাকা পাবে।’
 
জাতীয় আর আন্তর্জাতিক ফুটবলারদের নিয়ে হওয়া একটি টুর্নামেন্ট কীভাবে ‘অপেশাদার’ হয় আর বাফুফের ভূমিকা না থাকলে কিরণ ডব্লিউএসএলে কোন ভূমিকায় আছেন, সেটি নিয়েও আছে প্রশ্ন। টুর্নামেন্টের জন্য বিভিন্ন মহাদেশের খেলোয়াড় আনার ঘোষণা দিলেও বাফুফের সূত্র থেকে জানা গেছে, শুধু নেপাল, ভুটান ও পাকিস্তানের খেলোয়াড়দের রাজি করাতে পেরেছে কে-স্পোর্টস। কিংস অ্যারেনা না পাওয়ায় বিকল্প ধরা হয়েছিল মানহীন টার্ফ ও নোংরা পরিবেশের জন্য বিতর্কিত কমলাপুর স্টেডিয়াম। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে নারীদের ফিফা উইন্ডো। প্রীতি ম্যাচ সামনে রেখে বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি শুরু হলে ডব্লিউএসএল পাবে না বাংলাদেশের নারী ফুটবলারদেরও। এদিকে এশিয়ান গেমসে সাবিনা খাতুনদের খেলা নিশ্চিত করা হয়েছে। অলিম্পিক বাছাইয়ে নারী ফুটবল দল না পাঠিয়ে তীব্র সমালোচিত হয়েছিল বাফুফে। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মেয়েদের ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে এই গেমস। 
দেশকন্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।