মেজর (অব) চাকলাদার : আমাদের ফুটবল তারকারা মার্টিনেজের সান্নিধ্য পায় নাই তবে ক্রিকেট তারকার বউ বাচ্চারাও তাকে নিয়ে সময় ব্যয় করেছে। আতিথেয়তা দেওয়া নেক্সটভেন্চার্স অতি স্বল্প পছন্দের ব্যক্তিকে তাদের পরিবার সহ মার্টিনেজের সাথে দেখা করার সুযোগ করে দেয়। মনে রাখতেগবেআমরা একটা স্বাধীন দেশ এখানে তার সময় পাওয়া গেল মাত্র ১১ ঘণ্টা, তার মধ্যে বহু দূর থেকে আসা ভদ্রলোক ওয়েষ্ট ইন হোটেলেই বিশ্রাম ব্যয় করেন কারণ কোলকাতা তে তার দুই দিনে পুলিশ বনাম মোহন বাগানের খেলা দেখতে হবে, ১১ জন নামী খেলোয়াড়কে পুরস্তকৃ করতে হবে, দুটো ক্লাব প্যাভিলিয়ন উদ্বোধন করতে হবে, কি দেখলাম তাইলে? আমাদের যারা পরিকল্পনাকারি তারা মারিটিনেজকে কিভাবে ব্যবহার করতে হবে, কি ভাবে তাকে ক্রীড়া পাগলদের সামনে উপস্থাপন করতে হবে তা নিয়ে আদৌ মগজ ব্যয় করে নি। এই মারিটিনেজ বিশ্বজয়ী হয়ে পুরুস্কার নেবার সময় অশ্লীল ভাবে তার বুট কোমড়ের নীচে রেখে ছিল, বড় প্লেয়ার হলেও তার কখন কিরকম আচরণ করতে হবে সে জ্ঞানগম্মি কমই বুঝিয়ে ছিল তবে আমরা আবেগ প্রবন তাই হুজুগটাই আসল। জনপ্রিয় ফুটবল এদেশে, তবে মারিটিনেজকে সম্ভাষণে এয়ারপোর্ট থেকেই অবজ্ঞা করা হয় ফুটবল পাগল জনতাকে। আতিথেয়তারা ভালই জানে ভবিষ্যতের ব্যবসা সচলে সাধারণ জনগণ থেকে সরকারের কাছের লোকদেরই প্রয়োজন বেশী।
আমাদের প্রধানমন্ত্রী তার বহু ব্যস্ততার মাঝেও মার্টিনেজ কে সময় দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন ক্রীড়ার প্রতি তার কত আবেগ। বলতে বাঁধা নেই কিছু কাল আগে তিনি মূমুর্ষ হকিকে বাঁচা তে এক কোটি টাকা নিজ তহবিল থেকে দিয়েছিলেন।
আমাদের সব কিছুতেই তাড়াহুরা, এই মার্টিনেজ এ দেশ কি দেখলেন ? এয়ারপোর্ট থেকে কালে কাচে আবৃত হয়ে হোটেল, ঘুম থেকে উঠে আবার এয়ারপোর্ট, মোট সময় ১১ ঘন্টা । ঈদ আমেজ হয়ে গেছে তাই হোটেল থেকে এয়ারপোর্ট সব মিলিয়ে দুই ঘন্টা রাস্তাতে । আমাদের জনগন ওঁকে দেখল না তবে মার্টিনেজ বার বার বল্ল ফুটবল পাগল জাতি। কিবং প্রকারে বুঝিল?
নজরুল লিখে ছিলেন —
জীবনে যাদের হররোজ রোজা
ক্ষুধায় আসেনা নিদ
আধমরা সেই কৃষকের ঘরে
এসেছে আজ ঈদ।
আমাদের সাধারন ক্রীড়া পাগলদের কাছে মার্টিনেজ তেমনি হঠাৎ পাওয়া ,তবে না দেখা সন্ধ্যা আড্ডার এক খোরাক ।
ঐ কথা— ‘আমারি বধুয়া আন বাড়ি যায় আমারি আঙ্গিনা দিয়া।’ ভারত বর্ষ নিয়ে প্রথম জ্ঞান দিলাম আমরা আর লাভ পাইল কোলকাতা? তাজ্জব কি বাত। তবে এটাই বাস্তব ।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ।
পথরেখা/আসো