• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:১৩

এশিয়া কাপের আত্ববিশ্বাসের জ্বালানী সঞ্চয়

পথরেখা অনলাইন : নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে সিরিজে হারলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ঠিকই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। কাকতালীয়ভাবে দুই ফরম্যাটেরই অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবাল অধিনায়ক থাকলেও শেষ দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। ২-১ ব্যবধানে ৫০ ওভারের সিরিজটা হারলেও টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ঠিকই প্রভাব বিস্তার করেছে। সামনেই এশিয়া কাপ এরপরই বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে। সে হিসেবে এশিয়া সেরার আসরের আগে আত্ববিশ্বাসের বড় জ্বালানী পেয়েছে লাল সবুজ প্রতিনিধিরা।  আর কুড়ি ওভারের ক্রিকেটে সিরিজ সেরার পুরস্কার জিতে দারুণ চনমনে সুপারস্টার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আফগানদের ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে সাকিবের নেতৃত্বাধীন দল। দারুনভাবে জয়ের পর আত্ববিশ্বাস বেড়েছে চন্ডিকা হাথুরু সিংহের শীষ্যদের।
 
এমন সিরিজ জয় সামনের দিকে ভালো করতে আরও আত্মবিশ্বাস জোগাবে বলে টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘প্রথমবারের মতো সিরিজ জিতে অবশ্য ভালো লাগছে। কারণ ওদের সঙ্গে টি-টোয়েন্টিতে খুব ভালো রেজাল্ট ছিল না এর আগ পর্যন্ত। যেহেতু এ রকম কন্ডিশনে ওদের সঙ্গে একটি সিরিজ জিততে পারলাম, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে সামনের দিকে আত্মবিশ্বাস দেবে ভালো ফলের জন্য।’ চলতি বছরে আর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের। যে কারণে অধিনায়ক সাকিব বলছিলেন, ‘টি-টোয়েন্টি মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত মোমেন্টাম ভালো আছে। এরপর কবে টি-টোয়েন্টি জানিও না। আশা করি জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে হবে বিপিএলের পরপর।’ ‘বিপিএলের পরপর আমাদের দেশীয় ক্রিকেটারদের পারফরম্যান্স ভালো থাকে। আমি হোপফুল যে বিপিএলটা হবে ওখানে যারা পারফর্ম করে ওদেরকে নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আমরা ভালো রেজাল্টগুলো করতে থাকবো’- যোগ করেন সাকিব।
 
এদিকে সিলেট মাঠের সর্বশেষ ম্যাচের উইকেটের আচরণ নিয়ে সাকিব বলেন, ‘এশিয়া কাপের আগে দলের এমন পারফরম্যান্স আমাদের জন্য আত্ববিশ্বাসের জ্বালানী হিসেবে কাজ করবে। আমরা মাঝে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে। এমন উইকেটে স্পিনারদের বল করা কঠিন ছিল। আমাদের বিশ্বাস ছিল এই রান তাড়া করতে পারবে। দিনের বেলায় এখানে ভালো সিম হচ্ছিল এবং বাউন্স পাচ্ছিল পেসাররা।’ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে পিছিয়ে রয়েছে। সে কারণেই সিরিজ শুরুর আগে ভক্ত-সমর্থকদের মনে একটা ধারণা ছিল ক্রিকেটের ছোট এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসান সিরিজ শুরুর আগে বলেছিলেন, যাকে ইচ্ছা ফেভারিট বলতে পারেন, তবে আমি সিরিজ জিততে চাই। এদিকে সিরিজ সেরায় সাকিবের আগে কেবল শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামলে নিজের সেরাটা দিতে ভুল করেননা সাকিব আল হাসান।
 
কখনো নিজের ব্যাটিং, কখনোবা বোলিং, আবার ব্যাটে-বলে সমানতালেও লড়তে দেখা গিয়েছে এই ক্রিকেটারকে। মাঠের বাইরের শত বিতর্ককে পাশ কাটিয়ে সাকিব বারবার ফিরেছেন নায়কের বেশে। মাঠে খেলতে নামবেন টাইগার এই অধিনায়ক, আর রেকর্ড হবে না এমন দিন অবশ্য খুব কমই এসেছে সা¤প্রতিক সময়ে। যার সবশেষ উদাহরণ দেখা গেলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে টাইগাররা। এদিন ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সোরার খেতাবও জিতেছেন সাকিব আল হাসান। সিরিজ সেরা পুরস্কার হাতে নিয়েই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরা হিসেবে তার আগে কেবল রয়েছে শচীন টেন্ডুলকার এবং ভিরাট কোহলি। সবমিলিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ তম সিরিজ সেরার পুরস্কার এটি। ২০ টি সিরিজ সেরার পুরস্কার শচীনের এবং কোহলিরও রয়েছে ২০ টি। এদিকে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ১১তম ম্যাচ সেরা এটি সাকিবের, এরচেয়ে বেশি কেবল তিন ক্রিকেটারের রয়েছে। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ নাম্বার সিরিজ সেরার পুরস্কার এটি সাকিবের। এরচেয়ে কেবল একটা বেশি ভিরাট কোহলির। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ৪২ তম ম্যাচ সেরার পুরস্কার ছিল এদিনের ম্যাচটি। এরচেয়ে বেশিবার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কেবল ৭ ক্রিকেটার। সে হিসেবে আরও পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে তার।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।