পথরেখা অনলাইন : জাতীয় নির্বাচন আসন্ন। মাঠে ফিরছে রাজনৈতিক উত্তাপ। মিছিল, মিটিং ও সমাবেশসহ ডাক দেওয়া হচ্ছে পাল্টাপাল্টি কর্মসূচির। মার্কিন ভিসানীতি ঘোষণার পর রাজনৈতিক কর্মসূচি পালনে অনুমতি দেওয়ার ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে পুলিশ। সম্প্রতি বিএনপি, জামায়াতসহ বেশ কয়েকটি বিরোধী দলকে শর্তসাপেক্ষে কর্মসূচি পালনের অনুমতিও দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির অনুমতি মেলার পর ২৩ দফা শর্তের বেশির ভাগই মানেনি বড় দুটি দল বিএনপি ও আওয়ামী লীগ। কোথাও কোথাও সংঘর্ষ, হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নিজস্ব নিরাপত্তাকর্মী রাখা, সিসি ক্যামেরা স্থাপন, শব্দযন্ত্রের ব্যবহার বন্ধ, রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার মতো বেশকিছু জনগুরুত্বপূর্ণ শর্ত ভঙ্গ করতে দেখা গেছে দল দুটিকে।
পথরেখা/অআ