পথরেখা অনলাইন : দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপ শুরু হতে আর দুই মাসের বেশি সময় বাকি আছে। সপ্তাহখানেক আগে ম্যাচের সূচি প্রকাশ হলেও তাতে পরিবর্তন আসছে বলে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ নিশ্চিত করেছেন।
তাতে করে যারা আগেভাগে নির্ধারিত ম্যাচ দেখার জন্য ভ্রমণ টিকিট কেটেছেন বা হোটেল বুকিং করেছেন, তারা পড়েছেন বিপাকে। তবে দুই চার দিনের মধ্যে সংশোধিত সূচি প্রকাশ করা হবে বলে বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এই সমস্যার সমাধান হওয়ার পর ১০ আগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হতে পারে।
২৮ জুলাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল হবে। আরও কয়েকটি ম্যাচের দিন বদল হতে পারে। সূচিতে সেই সব পরিবর্তন করার পরেই টিকিট বিক্রি শুরু হবে। তবে এবার অনলাইনে টিকিট কাটলেও ছাপানো টিকিট সংগ্রহ করতে হবে। অনলাইনে কাটা টিকিট দেখিয়ে মাঠে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে।
অনলাইনে টিকিট কাটার পর ছাপা টিকিট সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্রে অন্তত সাত-আটটি কাউন্টার থাকবে। সেখান থেকে ছাপা টিকিট পাওয়া যাবে। খেলা শুরু হওয়ার আগে হাতে যথেষ্ট সময় রেখে এই টিকিট দেওয়া হবে। শুক্রবার (২৯ জুলাই) এ খবর জানিয়েছিলেন জয় শাহ।
পথরেখা/আসো