পথরেখা প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ হতে টঙ্গি হয়ে গুলিস্তান পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার। অথচ যাতায়াতের জন্য বাস সার্ভিস নেই বললেই চলে। ফলে কালীগঞ্জ হতে রাজধানী ঢাকায় সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানে চাকরিজীবী ও ব্যবসায়ী, কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা সময় মত গন্তব্য স্থানে পৌঁছাতে প্রতিনিয়ত বিড়ম্বনার স্বীকার হচ্ছে। কালীগঞ্জ হতে টঙ্গি পর্যন্ত হাতে গোনা কয়েকটি লেগুনা ও লোকাল বাস ছাড়া অন্য কোন পরিবহন নেই। পরিবহণ সঙ্কটের কারণে কালীগঞ্জ বাজার বাসস্টেন্ড, পুরাতন সোনালী ব্যাংক মোড়, আড়িখোলা বাসস্ট্যান্ড ও কাপাসিয়া মোড়ে ঘণ্টর পর ঘণ্টা যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরিবহণ ব্যবস্থা না থাকায় একাধিক বাস মালিক প্রতিবেদককে জানায়, ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আটকে থাকা ও কালীগঞ্জ এবং টঙ্গি দুটি বাসস্ট্যান্ডে বাস প্রতি দৈনিক ৯ শত টাকা চাঁদা দিতে হয়। এত টাকা চাঁদা ও শ্রমিকের মুজুরি দিয়ে আমাদের কিছুই থাকে না তাই অন্য রুটে পরিবহণ নিয়ে যেতে হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে লেগুনা ও সরাসরি কোন পরিবহন না থাকায় সকাল থেকে রাজধানী ঢাকা অভিমুখে প্রতিদিন যাত্রী অপেক্ষা করতে দেখা যায়। তাছাড়া কালীগঞ্জ বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বর্তমানে কালীগঞ্জ হতে টঙ্গি পর্যন্ত ৪/৫ টি লোকাল বাস ও ৩০/৩৫ টি লেগুনা ছাড়া তেমন কোন পরিবহন ব্যবস্থা নেই। কালীগঞ্জ হতে গুলিস্তান পর্যন্ত সরাসরি কোন বাস সার্ভিস বা অন্য কোন পরিবহণ না থাকায় পণ্য পরিবহণে চরম ভোগান্তি ও হয়রানীর স্বীকার হচ্ছে। ঢাকার বঙ্গবাজার, সদরঘাট, ইসলামপুর, সিদ্দিক বাজার, আলুবাজারসহ বিভিন্ন পাইকারী বাজার হতে কাপড়, প্রসাধনীসহ বিভিন্ন ক্রয়কৃত পণ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় মালামাল কালীগঞ্জে আনতে ব্যবসায়ীদের হয়রানী ও ভোগান্তীর অন্ত নেই। পরিবহণ সংকটের কারণে পণ্যের মূল্য বেড়ে যায়। তাছাড়া সন্ধ্যার পর থেকেই কালীগঞ্জ হতে লেগুনা ও অন্য কোন গণপরিবহণ চলাচল না করার কারণে দুরের যাত্রীদের বিভিন্ন সময়ে গন্তব্যে পৌঁছতে মলম পার্টি বা ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। অতিসম্প্রতি কালীগঞ্জ শহিদ ময়েজ উদ্দিন সেতু হতে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু হলেও আলোর মুখ দেখার আগেই অদৃশ্য কারনে বন্ধ হয়ে যায় এ সার্ভিসটিও। কালীগঞ্জের বিভিন্ন কর্মজীবী ও ব্যবসায়ী মহলের প্রাণের দাবী কালীগঞ্জ হতে গুলিস্তান পর্যন্ত গণপরিবহণ চালু করতে উদ্যোগ নেয়া প্রয়োজন।
এ সংক্রান্ত ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম রবিন হোসেন প্রতিবেদককে জানান, কালীগঞ্জ হতে টঙ্গি হয়ে মহাখালী-গুলিস্তান পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। সার্ভিসটি চালু করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে ইতোমধ্যে একাধিকবার কথা বলেছি। কালীগঞ্জ হতে ঢাকার গুলিস্তান পর্যন্ত এই জনবান্ধব সার্ভিস পূনরায় চালু করার জন্য যা যা করা দরকার আমি তাই করবো। এ ব্যাপারে সাধারণ জনগণ স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির আশু হস্তক্ষেপ কামনা করছে।
পথরেখা/আসো