পথরেখা অনলাইন : ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২৪’এ চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ। ফাইনালে সমাজবিজ্ঞান বিভাগ টাইব্রেকারে ফলিত গণিত বিভাগকে পরাজিত করে শিরোপা জয় করে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ৩০ জলাই কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, পরিচালক মো. শাহজাহান আলী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগীয় ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের গোলরক্ষক আকাশ।
পথরেখা/আসো