• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৬ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:৩২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জয় ভারতের

পথরেখা অনলাইন : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১৩তম ওয়ানডে সিরিজ জিতেছে  ভারত। ১ আগস্ট রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত ২০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো নেয়  ইন্ডিয়া। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে ভারত এবং দ্বিতীয়টিতে ৬ উইকেটে জিতেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০০৬ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখলো ভারত।
 
১-১ সমতা নিয়ে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় ক্যারিবীয়রা। আগের ম্যাচের মত এবারও রোহিত শর্মা-বিরাট কোহলিকে ছাড়া একাদশ সাজায় ভারত।
 
ব্যাট হাতে ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কিশান ও শুভমান গিল। ১১৮ বলে ১৪৩ রানের জুটি গড়েন তারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান ভারতের। রেকর্ড জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারে কিশান-গিল, দু’জনই ষষ্ঠ হাফ-সেঞ্চুরির স্বাদ পান। এই সিরিজে টানা তৃতীয় অর্ধশতক হাকালেন  কিশান।
 
২০তম ওভারে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ইয়ানিক কারিয়া। উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্টাম্প আউট হন কিশান। ৮টি চার ও ৩টি ছক্কায় ৬৪ বলে ৭৭ রান করেন তিনি। তিন নম্বরে নেমে ১৪ বলে ৮ রানে আউট হন ঋুতুরাজ গায়কোয়াড়। তার বিদায়ে উইকেটে এসেই দ্রুত রান তুলতে শুরু করেন সঞ্জু স্যামসন। গিলের সাথে ৫৩ বলে ৬৯ রানের জুটিতে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন  স্যামসন। অর্ধশতকের পর রোমারিও শেফার্ডের শিকার হয়ে ৫১ রানেই থেমে যান তিনি। ৪১ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কা  মারেন স্যামসন।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে স্পিনার গুদাকেশ মোটির বলে ব্যক্তিগত ৮৫ রানে আউট হন গিল। ৯২ বল খেলে ১১টি চার মারেন গিল। দলীয় ২৪৪ রানে গিল ফেরার পর ভারতকে বড় সংগ্রহ এনে দেন ভারপ্রাপ্ত অধিনায়ক হার্ডিক পান্ডিয়া, সূর্যকুমারের যাদব ও রবীন্দ্র জাদেজা। পঞ্চম উইকেটে সূর্য-পান্ডিয়ার ৪৯ বলে ৬৫ রানের জুটিতে ভারতের রান ৩শ পার হয়। ২টি করে চার-ছক্কায় ৩০ বলে ৩৫ রান করেন সূর্য। ষষ্ঠ উইকেটে পান্ডিয়া-জাদেজা ১৯ বলে অবিচ্ছিন্ন ৪২ রান যোগ করলে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রনের বড় সংগ্রহ পায়  সফরকারীরা। ওয়ানডে ক্যারিয়ারের দশম হাফ-সেঞ্চুরির ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কার সহায়তায় ৫২ বলে অপরাজিত ৭০ রান করেন পান্ডিয়া। ৮ রানে অপরাজিত থাকেন জাদেজা। ওয়েস্ট ইন্ডিজের শেফার্ড ২ উইকেট নেন।
 
জবাব দিতে নেমে শুরুতেই ভারতের পেস  তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪০ রানে ৫ এবং ৮৮ রানে অষ্টম উইকেট হারিয়ে দলীয় স্কোর তিন অংকে পৌঁছানোর আগেই গুটিয়ে যাবার শঙ্কা পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু লোয়ার অর্ডারে তিন ব্যাটারের লড়াইয়ে দেড়শ রান স্পর্শ করতে পারে ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত ৩৫ দশমিক ৩ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দশ নম্বরে নামা মোটি সর্বোচ্চ ৩৯ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া আলিক আথানাজে ৩২ ও জোসেফ ২৬ রান করেন। ভারতের শারদুল ৪টি, মুকেশ ৩টি ও কুলদীপ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হন গিল ও সিরিজ সেরা হন কিশান।
 
৩ আগস্ট থেকে এই ভেন্যুতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।