পথরেখা অনলাইন : ভারতের মাটিতে বিশ^কাপ ক্রিকেটের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমিরা। বাংলাদেশও এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। যদিও বিশ্বকাপের আগে এশিয়া কাপের লড়াইয়ে মাঠে নামবে। সেখানেই বিশ^সেরা আসরের জন্য প্রস্তুত করবে লাল সবুজ প্রতিনিধিরা। ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি রয়েছে। ভারতে চলতি বছরের ৫ অক্টোবর টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিশ্ব ভ্রমণে রয়েছে বিশ্বকাপ ট্রফি। সেই ধারাবাহিকতায় রবিবার রাতে বাংলাদেশে এসেছে ট্রফিটি। ট্রফি নিয়ে আগত অতিথিদের সম্ভাষণ জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিবির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বাংলাদেশে ৩ দিন থাকবে বিশ্বকাপের সুদৃশ্য ট্রফিটি। ৭ আগস্ট থেকে ৯ আগস্ট বাংলাদেশে ট্রফি থাকবে। এই তিন দিন বিশ্বকাপ ট্রফি কোন কোন স্থানে নেওয়া হবে সেই সূচি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির সূচি অনুযায়ী, সোমবার বেলা ৩টায় পদ্মা সেতুতে আনুষ্ঠানিকভাবে ফটোশুট হবে। পদ্মা সেতুতে ফটোশুট করার বিষয়টি অবশ্য কিছুদিন আগে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এবার আমরা কিছুটা চমকে দিতে চাই। আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’ ৮ আগস্ট মিরপুর স্টেডিয়ামে ট্রফিটি রাখা হবে। সেদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার।
এছাড়া দেখার সুযোগ পাবেন পুরুষ, নারী উভয় জাতীয় দলের খেলোয়াড়, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেটে অফিশিয়াল, আয়োজক এবং সংবাদমাধ্যমের কর্মীরা। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি থাকার শেষ দিন ৯ আগস্ট। সেদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে বিসিবি। ক্রীড়াপ্রেমীরা ট্রফিটি দেখতে পারবেন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে ছবি তোলার জন্য সমর্থকদের দূরত্ব বজায় রাখতে হবে। প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করা হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৯টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য কুয়েত।
বিশ্ব ভ্রমণ করছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। তারই ধারাবাহিকতায় এটি এই ট্রফি বাংলাদেশে এসেছে। শেষদিন ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই এই শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি। আইসিসির ক্যাম্পেইন হিসেবে বাংলাদেশের পদ্মাসেতুতে প্রথমে আনুষ্ঠানিক ফটোসেশন হবে বিশ্বকাপ ট্রফির। মাওয়া প্রান্তে বিকেল ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক সফর।
ভারত বিশ্বকাপের দামামা বাজা শুরু হয়ে গেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বিশ্বকাপের ট্রফি ট্যুর। ক্রিকেট কিংবা ফুটবল সব ধরনের খেলায়ই বিশ্বকাপের আগে ট্রফি বিশ্বভ্রমণে বের হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি।
পথরেখা/আসো