• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:০৪

স্বপ্নের ট্রফির পাশে ক্রিকেটাররা

পথরেখা অনলাইন : ৮ আগস্ট। এই বৃষ্টি; এই নেই- এরই মাঝে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক পাশে সাজানো মঞ্চটায় এসে দাঁড়ালেন ক্রিকেটাররা। এবার বিশ্বকাপ ট্রফির অপেক্ষা সবার। সোনালি সেই ট্রফিটা নিয়ে জাতীয় দলের ক্রিকেটাররা ছবি তুলবেন। কিছুক্ষণ পর বিশ্বকাপ ট্রফি হাতে হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম বেরিয়ে এলেন ড্রেসিংরুম থেকে। মিরপুরের মেঘলা দিনেও যার সোনালি দ্যুতি ছড়িয়েছে চারদিকে। মঞ্চ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি বয়ে আনলেন মুশফিকই।
 
এরপর জাতীয় দলের খেলোয়াড়েরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন। তাসকিন আহমেদ, তানজিম হাসান, শামীম হোসেন, তানজিদ হাসান ও রিশাদ হোসেনরা ট্রফির সঙ্গে ছবি তুললেন। ছবি তোলার পর ক্রিকেটারদের অনেকেই অনুশীলনে যোগ দিলেন।
 

তাসকিন ট্রফিটা খুঁটিয়ে দেখছিলেন। তানজিম ওদিকে সতীর্থদের ছবি তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নিজের মুঠোফোনে শামীমের ছবি তুললেন। ছবি তোলার সময় শামীম ট্রফিতে চুমুও খেলেন। তানজিদ ও রিশাদেরও ছবি তুললেন তানজিম। এরপর তানজিম নিজেই । কিছুক্ষণ পর বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মাঝমাঠে। সেখানে ফটোসেশন শেষে ট্রফির সঙ্গে ছবি তোলেন মাঠকর্মীরা। ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পায় বিকেএসপির ক্রিকেট বিভাগের ছাত্ররাও। তাদের জন্য মিডিয়া প্লাজায় আলাদা করে মঞ্চ সাজানো হয়। বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও ট্রফির সঙ্গে ছবি তুলেছেন।

সাবেক ক্রিকেটারদের মধ্যে নির্বাচক হাবিবুল বাশারও এসেছেন ট্রফির সঙ্গে ছবি তুলতে। সেখানে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর, তাহলে আরও ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’
 
আর সে যাত্রায় বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী মনে হলো হাবিবুলকে, ‘প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি। কারণ, দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের সংস্করণে।’
 বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে আগামীকাল বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সেখানে জনসাধারণের দেখার ব্যবস্থা থাকবে।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।