পখরেখা অনলাইন : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নারী বিশ্বকাপে বাজে পারফরমেন্সের কারণে বিদায়ের পর যুক্তরাষ্ট্রের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ভ্লাটকো আনডোনোভস্কি। যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনার মাধ্যমেই আনডোনোভস্কি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সুইডেনের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র। আনডোনোভস্কি ২০১৯ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ন্যাশনাল উইমেন্স সকার লিগের কোচ হিসেবে নিজেকে প্রমান করার পরই জাতীয় দলের দায়িত্ব পান আনডোনোভস্কি। এখন আবারো তার ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার সম্ভাবনা বেশি বলে ইঙ্গিত পাওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের বাইরের কোনো দেশের জাতীয় দলের দায়িত্বেও তাকে দেখা যেতে পারে।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র দলের সহকারী কোচ টুইলা কিলগোল অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ইউএস সকার ফেডারেশনের মুখপাত্র তাৎক্ষনিক এ বিষয়ে কোন মন্তব্য করেননি।
পথরেখা/আসো