পথরেখা অনলাইন : ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের সূচি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ১৭ সেপ্টেম্বর সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।
এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে। বাংলাদেশের ম্যাচ ৩১ আগস্ট। বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে ২৬ আগস্ট। এশিয়া কাপের সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময় পাবে না টাইগাররা।
ওয়ানডে সিরিজ খেলার পরই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের পর হবে টেস্ট সিরিজ। টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর ফের বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর শুরু হবে।
পথরেখা/আসো