পথরেখা অনলাইন : ২২তম আইটিএফ বিশ্ব তায়কোয়নদো প্রতিযোগিতা কাজাকিস্তানের আস্তানায় অনুষ্ঠিত হবে ১৮-২৭ আগস্ট। বাংলাদেশ এই আসরে অংশ নিচ্ছে। ২২তম আইটিএফ বিশ্ব তায়কোয়নদো প্রতিযোগিতায় যারা যাচ্ছেন; তারা হচ্ছেন- মোহাম্মদ তৌফিক, মোহাম্মদ মাহমুদুল হাসান খান শাওন, জহুরা আক্তার মিম, মোহাম্মদ সোলায়মান সিকদার [কোচ-কাম ভেটারান প্লেয়ার ও দলনেতা] শিমুল শিকদার (টিম ম্যানেজার) এবং মো. মারুফ হোসেন (দল সমন্বয়ক ও দোভাষী)।
বাংলাদেশে অরিজিনাল তায়কোয়নদোর প্রবর্তক (ITF) এর বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের মহাসচিব, মাস্টার মোহাম্মদ সোলায়মান শিকদার বলেন, আগামী যে কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি মজবুত ও শক্তিশালী বাংলাদেশ জাতীয় তায়কোয়নদো দল নিয়ে অংশগ্রহণ করব।
উল্লেখ্য, বাংলাদেশ দল ২৬ আগস্ট দেশের উদ্দেশ্যে রওনা দেবে। ১৯ আগস্ট ২০২৩ বিকাল ৫টায় ২২তম আইটিএফ বিশ্ব তায়কোয়নদো প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন রাতে এশিয়ান তায়কোয়নদো ফেডারেশনের নির্বাহী কমিটির সভা ও কংগ্রেস অনুষ্ঠিত হবে। ২০ আগস্ট ২০২৩ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের (ITF) কংগ্রেস অনুষ্ঠিত হবে।
পথরেখা/আসো