পথরেখা অনলাইন : জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের সবসময়ই নজরদাড়িতে রাখা হয়। তারা কোথায় গেলেন আর নিয়মিত ফিটনেসের মধ্যে আছেন কিনা সেটা তদারকি করা হয়ে থাকে। অনেক দেশেই ছায়া দল হিসেবেও তৈরি করে রাখা হয়। বাংলাদেশও ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্যে তেমনটি করছে। জাতীয় দলের আশে পাশে থাকা ক্রিকেটাররাই একসাথে অনুশীলন করে চলেছেন। মিরপুর শেরেবাংলায় একদিকে চলছে এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন, অন্যদিকে রিজার্ভ টিম ঠিক রাখতে বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে কাজ করছেন বিসিবির কোচ সোহেল ইসলাম। হাতুরাসিংহের নির্দেশে চলমান এই অনুশীলনে ক্রিকেটারদের মধ্যে আছেন সাইফ হাসান, তাইজুল ইসলাম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত প্রমুখ। মূল দলের কেউ ইনজুরিতে পড়লে বা অন্য কোনো কারণে জরুরি প্রয়োজন হলে যাতে রিজার্ভ দল থেকে কাউকে নেওয়া যায়— সেই লক্ষ্যেই এই অনুশীলন। মিরপুর শেরেবাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাইফ হাসান জানালেন, ঠিক কীভাবে তাদের অনুশীলন করানো হচ্ছে।
অনুর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়কের ভাষায়, ‘আমার কাছে মনে হয়, এটা ব্যাকআপ পরিকল্পনা। আমরা স্ট্যান্ডবাই তালিকায় যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য এই আলাদা অনুশীলন। যেন পরবর্তীতে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে। অনুশীলনের ইনটেনসিটিতে যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা। আমি যে কয়েকদিন দলের সঙ্গে অনুশীলনে ছিলাম, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে, অনুশীলনের ইনটেনসিটি যেন বেশি থাকে, সেই বার্তাই ছিল।’ এশিয়া কাপের উদ্দেশে ২৬ আগস্ট দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষে যেতে হবে বিশ্বকাপে। তাই টাইগারদের ব্যস্ততা তাই এখন চরমে। টানা ম্যাচ থাকায় শারিরীক ধকলের ব্যাপার তো আছেই, সেই সঙ্গে আছে চোটে পড়ার আশংকা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোই রিজার্ভ ক্রিকেটারদের জন্য জাতীয় দলের দূয়ার খুলে দিতে পারে।
সাইফ আরও বলেন, ‘আমাদের জাতীয় দলের স্কোয়াডে ক্রিকেটাররা যারা আছে বিশ্বকাপ খেলেছে, এরকম বড় টুর্নামেন্ট খেলেছে। সবাই অভ্যস্ত। সবাই ভালোভাবে নিজের যত্ন নিতে পারবে এবং সর্বোচ্চ চেষ্টা করবে।’ বিশ্বকাপের বাকি দেড়মাস। মাঝে এশিয়া কাপ থাকলেও বিশ্বকাপের জন্য এখন থেকেই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে এবার ভারত যাবার জন্য ভিসার আবেদন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। খুব সাধারণ এই প্রক্রিয়াও অবশ্য এখন আলোচনার বিষয়। আর এর পেছনেও আছে বড় কারণ। ভিসার প্রক্রিয়া এবার একটু বাড়তি বিশেষ নজর কাড়ল জাতীয় দলের রাডারে থাকা কয়েকজন ক্রিকেটারের কারণে। বিসিবির সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারের ভিসা করিয়ে রাখছে তারা। এশিয়া কাপের দলে থাকা ১৭ জন তো আছেনই। সঙ্গে অপেক্ষমাণ তালিকায় আছেন আরও ৮ ক্রিকেটার। আর এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য সরকারও।
কিন্তু ২৫ জনের মধ্যে নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সবার আগে সোমবার ভিসা প্রক্রিয়া করতে যান জাতীয় দলের কোচ হাথুরুসিংহে। এরপর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসসহ তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার এবং বাকি ক্রিকেটাররা গেছেন। জানা গেছে, এদিন সবাই ভিসা করতে গেলেও পারিবারিক কারণে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের মায়ের অসুস্থতাই তার না আসার কারণ বলে জানা গিয়েছে। অবশ্য তার বিকল্প হিসেবে ভাবতে থাকা শেখ মাহেদি কিংবা শামীম হোসেন পাটোয়ারী সেরেছেন ভিসা আবেদনের কাজ। সৌম্য ছাড়াও, এশিয়া কাপের স্কোয়াডে না থাকা ক্রিকেটারদের মধ্যে ভিসা আবেদন সম্পন্ন করেছেন সৈয়দ খালেদ আহমেদ, রিশাদ হোসেন ও জাকির হাসান। এরপর রিশাদ, সৌম্য, জাকিরদের এমন উপস্থিতি থেকে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও পরিকল্পনার অংশ হিসেবে থাকছেন তারা। ব্যাকাপ ক্রিকেটার কিংবা ৮ জনের বিশেষ ক্যাম্পে থাকতে পারেন এসব ক্রিকেটার। এদিন ভারতের ভিসার কাজে অনুপস্থিত ছিলেন আরও একজন। তিনি জাতীয় দলের ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
অবশ্য বিসিবি সূত্রে জানা যায়, আগেই তামিমের ভিসা থাকায় তার আর আসার প্রয়োজন হয়নি। তবে প্রথম দিনের বিশেষ ক্যাম্পে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও বুধবার তিনি অনুশীলনে ফিরেছেন। আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিকল্পনা করেছে বিশেষ ক্যাম্প করে প্রস্তুত করা হবে আট খেলোয়াড়কে। যাতে মূল দলের কেউ ইনজুরিতে পড়লে কিংবা ছিটকে গেলে সেই জায়গায় পরিবর্তন করা যায় খেলোয়াড়। শোনা যাচ্ছিল এই ক্যাম্পে থাকবেন জুলাই মাসের প্রাথমিক ক্যাম্পে অনুশীলন করা ৩২ খেলোয়াড় থেকে বাদ পড়া কয়েক জন। সেই হিসেবে মার্চ মাস থেকে দলের বাহিরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকেও এই ক্যাম্পে রাখার কথা ছিল। তবে প্রথম দিনের অনুশীলনে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। মিরপুরে চলমান এশিয়া কাপের মূল দলের অনুশীলন শেষ হতেই বিশেষ ক্যাম্পের অনুশীলন শুরু হয়। এখানে টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, সৌম্য সরকার, জাকির হাসান, সাইফ হাসান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তানজীম হাসান সাকিব ও খালেদ আহমেদসহ দেখা গেল অনেককে। তিনদিন পর এসে ক্যাম্পে যোগদান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকেও যে বিশ্বকাপের সম্ভাব্যদের তালিকায় রাখা হয়েছে, বাদ দেওয়া হয়নি সেটা একরকম প্রমাণিত হয়েছে।
পথরেখা/আসো