• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৩০

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল ক্রিকেট দল

পথরেখা অনলাইন : এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে রোববার দুপুরে। শুরুতে বাংলাদেশ দলের গন্তব্য ছিল শ্রীলঙ্কার কলম্বো। স্থানীয় সময় চারটার দিকে সাকিব আল হাসানরা পৌঁছেছেন সেখানে। বিসিবির লজিস্টিকের দায়িত্বে থাকা ওয়াসিম খান তার ফেসবুকে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা জানান।

জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে যেতে পারেননি এবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। জ্বর থাকায় দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। কলম্বো থেকে বাংলাদেশ যাবে ক্যান্ডিতে। সেখানে পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

এদিকে এশিয়া কাপে অংশ নিতে ২৭ আগস্ট দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুপুর ১২ টা ৪৫ মিনিটে শ্রীলংকার উদ্দেশ্যে যাত্রা করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। তবে অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেনি সহ-অধিনায়ক লিটন দাস। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ। বোর্ডের প্রধান ফিজিও দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘লিটন দাস জ্বরে আক্রান্ত। তবে বিষয়টি নিয়ে শংকিত হবার কোন কারণ নেই। তার প্রতিটি টেস্টের ফলাফল ভালো আসছে। আশা করি দ্রুতই তিনি সেরে উঠবেন এবং শ্রীলংকায় দলের সঙ্গে যোগ দিবেন।’


এদিকে শ্রীলংকায় টুর্নামেন্টে নামার আগে অনুশীলনের জন্য তিনদিন হাতে পাবে টাইগাররা। শ্রীলংকা ও পাকিস্তানের যৌথ আয়োজনে আসন্ন এশিয়া কাপে বি’ গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব বাহিনী। গ্রুপের অপর দল দুটি হচ্ছে সহ-আয়োজক শ্রীলংকা ও আফগানিস্তান। আগামী ৩১ আগস্ট পভল্লেকেলেপশ  স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া মিশন শুরু করবে টাইগাররা। ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল।  গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোর খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে টুর্নামেন্টের ফাইনালে। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টকে সামনে রেখে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন,‘ এই মুহুর্তে এশিয়া কাপকে ঘিরেই আমাদের সব প্রস্তুতি ও পরিকল্পনা। আরো সহজ ভাবে বলতে গেলে এই মুহুর্তে আমাদের প্রধান লক্ষ্য শ্রীলংকা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা।’

প্রধান কোচ হাতুরুসিংহেও অধিনায়ক সাকিবের সঙ্গে একমত পোষন করে বলেছেন,‘ সর্বপ্রথম আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পর্বে উন্নীত হওয়া। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীংকার মোকাবেলা করতে হবে আমাদের।  হোম কন্ডিশনে তারা বেশ শক্তিশালী। পরে আমরা পাকিস্তানে গিয়ে আফগানিস্তানের মুখোমুখি হবো। তারা এখানে(বাংলাদেশে) খেলেছে এবং সিরিজ জিতেছে।  সুতরাং তাদের বিপক্ষে  খেলাটাও চ্যালেঞ্জের। তবে আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদি, নাসুম আহমেদ, শামিম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাইম শেখ।
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।