ক্যান্ডিতে ৩১ আগস্ট বৃহস্পতিবার শ্রীলংকার কাছে হার বাংলাদেশের পরবর্তি রাউন্ডে যাওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি করল। ক্রিকেট এ মূহূর্তে বাংলাদেশের অলিখিত আবেগ। ছোট থেকে বড় সবার গল্প গাঁথার অংশ।
যে দল খেলেছে তার ওপেনিংয়ে তানজিম তানিম আজকেই প্রথম ‘ডেবু’ হলো। এত বড় আসরে কি কারণে এই একদম আনাড়িকে দলে অন্তর্ভূক্ত করল কোচ হাতুরি সিংক্ তার জবাব দিকে হবে। এ পরাজয় বাংলাদেশের পরবর্তি রাউন্ডে যাবার পথে এক বিরাট বাঁধা। আগামী খেলা আফগানিস্তানের বিরুদ্ধে। ওদের স্পিনার এখন বিশ্ব শ্রেষ্ঠ। শ্রীলংকার পিচ স্লো একদম স্পিনারদের স্বর্গ। এ অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ নামুমকিন। বাংলাদেশ দলের ‘বডি ল্যাংগুয়েজ’ ছিল কেমন গা ছাড়া গা ছাড়া। দলের মধ্যে টিম স্পিরিট দৃষ্টিকটুভাবেই প্রকাশ হয়েছে। যেখানে পাকিস্তান ৫০ ওভারে তিন শত পার করে সেখানে দেড় শত রান করতেই আমাদের ত্রাহি অবস্থা। এই এশিয়া কাপ আসন্ন বিশ্বকাপের রিহার্সেল তবে আমাদের ক্রিকেট মাথারা আদৌ এই বিষয়ে দলকে ব্রিফ করেছে কিনা সেখানে সন্দেহ থেকেই যায়।
আমরা বিশ্বের সব চাইতে ক্রিকেট-পাগল জাতি। তবে কাদের জন্য পাগল হচ্ছি সেটাও বুঝার সময় এসে গিয়েছে। একটি পরাজয়ে পায়ের নীচের মাটি টলটলয়মান, জানিনা পরের রাউন্ডে যাবার সক্ষমতা পাব কিনা। আফগান বধ হলো এ মূহূর্তের অর্ডার অব দ্য ডে।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকিদল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো