পথরেখা অনলাইন: পাকিস্তানের বিপক্ষে ২ সেপ্টেম্বর ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপ শুরু করতে যাচ্ছে ভারত। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জিততে হলে সেরা ছন্দে থাকতে হবে বলে মনে করেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি রোমাঞ্চকর হিসেবে অভিহিত করে কোহলি জানান, পাকিস্তান শক্তিশালী দল। এই দলের বিপক্ষে জিততে হলে পারফরমেন্সের দিক দিয়ে সেরা ছন্দে থাকতে হবে। ‘প্রাইম টাইম উইথ বিরাট কোহলি’ শিরোনামে কোহলির সাক্ষাৎকার প্রচার করেছে স্টার স্পোর্টস। সেখানে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন কোহলি।
কোহলি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। কারণ তাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি মনে করি, তাদের প্রধান শক্তি বোলিং। তাদের দলে দারুণ কিছু বোলার আছে। যে কোন মুহূর্তে তারা ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে । তাদের বিপক্ষে খেলতে গেলে সেরা ছন্দে থাকতে হবে।’ ওয়ানডে ক্রিকেটে নিজের সেরাটা উজার করে দেয়ার রহস্য জানান কোহলি। তিনি বলেন, ‘দলের জয়ে সাহায্য করার জন্য পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করি, আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং আমি সবসময় এটি করার চেষ্টা করেছি।’
তিনি আরও বলেন, ‘কিভাবে নিজের খেলাটা ভাল করা যায়, আমি সবসময় সেটা বুঝতে চেস্টা করি। প্রত্যেকটা দিন, প্রতিটা বছর, প্রতিটা অনুশীলনে নিজের উন্নতির চেষ্টা করি। এভাবেই আমি খেলে এসেছি। এই মানসিকতাই আমাকে এত দিন সাহায্য করে এসেছে। এমনকি আমার দলকেও।’ কোহলির মতে, মানসিকতা ছাড়া ধারাবাহিকভাবে ভালো খেলা সম্ভব। তিনি বলেন, ‘আমার মনে হয় না, এই মানসিকতা ছাড়া ধারাবাহিকভাবে ভাল খেলা সম্ভব। যদি শুধু নিজের পারফরমেন্স ভাল করাই লক্ষ্য থাকে তবে একটা সময়ের পর আত্মতুষ্টি এসে যাবে। তখন পরিশ্রম করার ইচ্ছেটা চলে যাবে। মাথায় রাখতে হবে, উন্নতি করার কোনও নির্দিষ্ট সময় সীমা নেই।’
তিনি আরও বলেন, ‘আমি শ্রেষ্ঠত্বের কোন সংজ্ঞা জানি না। এর কোনও নির্দিষ্ট সীমা নেই । আপনি একবার চুড়ায় পৌঁছলেই বলা যাবে আপনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। এজন্য আমি প্রতিদিন উন্নতি করার চেষ্টা করি। পারফরমেন্স অবশ্যই বড় ফ্যাক্টর, কারণ কিভাবে দলকে এই অবস্থায় জেতাতে পারি-সে মানসিকতাটা দরকার।’
পথরেখা/আসো