পথরেখা অনলাইন : ক্রিকেটে বড় জয়ের দিয়ে সুযোগ পেয়ে জয় পায়নি বাংলাদেশ ফুটবল দল। তবে ফিফা প্রীতি ম্যাচে আফগানিস্তানকে আটকে আটকে দিয়েছে বাংলাদেশ। ৩ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস এরিনায় অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের পর প্রথমবারের মতো বাংলাদেশ নেমেছে মাঠে। ম্যাচে আক্রমনে এগিয়ে ছিল বাংলাদেশ। বক্সের পাশে একাধিক ফ্রি কিক পেয়েছে বাংলাদেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্যভাবেই প্রথমার্ধ শেষ করে দুই দল। ৫৬ মিনিটে গোলের সবচেয়ে বড় সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। রাকিব বল নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন, ট্যাকলের শিকার হওয়ার আগে পাস বাড়িয়ে দেন মোরসালিনকে। গোলরক্ষককে একা পেয়েও বলটা মোরসালিন মারেন লক্ষ্যের অনেক বাইরে।
একই দৃশ্য দেখা গেল ১০ মিনিট পর পাওয়া সুযোগটাতেও। ফয়সাল ফাহিম বক্সের বাঁ দিক থেকে ক্রস বাড়িয়েছিলেন বক্সে থাকা রাকিবকে। বলটা তিনি আয়ত্বে নিলেও তার শট শেষমেশ ওই লক্ষ্যভ্রষ্টই হয়। এরপর ছোটখাট অনেক সুযোগই এসেছে বাংলাদেশের পক্ষে। সেসবও কাজে লাগানো হয়নি।
পথরেখা/আসো