ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট-বলের বিন বাজাচ্ছে আর লাখ লাখ সমর্থক দর্শক মন প্রাণ উজার করেদিয়ে সময়কে সপে দিয়েছে ২২ গজের ক্রিকেট পিচে।এবারের এশিয়া কাপ, কত কিছুই না হলো। গতকালের শ্রীলংকার ম্যাচে আফগান ফারুকীর রান না করার নির্লিপ্ততাতে হেরেই বসল আফগানরা। অথচ তিনটা বল না ফেস করে প্রথম বলে এক রান নিয়ে রশীদ কে ব্যাট দিল আফগানরাই জিতত। তালেবানরা এত হাস্যকর কঠোর শাস্তি দেয়, দেশে ফেরত যাবার পরএই ফারুকীরে একবার জিজ্ঞেস করলেই পারে।
৬ সেপ্টেম্বর বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। লাহোরে হবে। প্রচণ্ড গরম।টচে জিতলে এই ৫০ ডিগ্রী সেলসিয়াছে ব্যাট নেওয়াই ভাল হবে। পাকিস্তান ওয়ান ডে তে ১ নম্বর দল। কুচ পরোয়ানা নেই লড়াই করলে আমরা ওদের পিছু হটাতে পারবই। ১৯৭১ সনের যুদ্ধে আমাদের অস্ত্র ছিল না তারপর বিশ্ব দেখেছে, দেখেছে মনবল। আজও ক্রিকেট মাঠে এই মনবল স্কাই ইজ দ্য লিমিট, এই পর্যায়ে রাখতেই হবে।
সেন্চুরি করা শান্ত হ্যামস্ট্রিং সমস্যাতেই খেলতে পারবে না। লিটন দাস খেলবে।ওপেনার রা যদি প্রথমে ৭০ রানের ইনিংস খেলতে পারে তবে খেলা আমাদের দিকেই ঝুকবে। এক যুদ্ধে ক্যাপ্টন নে এসে নেপলিয়ন বোনাপার্টকে বলল, বিপক্ষ বাহিনী আমাদের থেকে চল্লিশ হাজার সৈন্য বেশী। নেপলিয়ন উত্তর করলেন, তাতে কি ঐ চল্লিশ হাজার ইজ্যুকলট্য মি, ক্যাপ্টেন নে শুধু এই উত্তরে মনবল ফেরত পেয়ে যুদ্ধ জিতল। অধিনায়ক এমন করে দলের মনবল বজায় রাখলেই পাকিস্তানের বিরুদ্ধে জয় আমাদেরই।
লেখক: সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত
পথরেখা/আসো