সৃষ্টি কর্তার সন্তান, কোন দেবতা দিল নাকের গঠন, কেউ দিল চোখ, কেউ পা, এক এলাহি কারবার। যখন সৃষ্টি কর্ম শেষ দেখা গেল তারা তৈরি করেছে চিকা। চোখ নাই, শরীরে দুর্গন্ধ। আজকাল বড় বড অফিসে দেখবেন অনেক অফিস বসদের কাছের লোক গুলির ‘চিকা’ অবস্থা। এশিয়া কাপের সময় নিয়ে এশিয়া ক্রিকেটের তাবৎ বড় বড় কর্তারা বহু দিন ভরি হিসাব নিকেষ করে দিন ক্ষণ ঠিক করলেন শ্রীলংকার বর্ষা সময়কে। ভারতের জয় সাহ যিনি ক্রিকেট বিধাতা তার পরিকল্পনা গলো পাকিস্তান যাতে বেশি খেলা না পায়, হোক না সেখানে ক্রিকেট উপযোগী সময়।
ভারতে আইপিএল হবার কারণে ভারতের ক্রিকেট দল সব সময় ফিটনেস, ফর্ম, টাকা সব কিছুতেই যোজন যোজন এগিয়ে। ভারতের খেলোয়াড়রা যে সুযোগ পায় তাতে পাকিস্তানের সাথে তুলনাই হয় না। তারপরও পাকিস্তান রুখতে দিচ্ছে কোহলিদের। আমাদের বাংলাদেশ যেভাবে ক্রিকেট পাগল তাতে চ্যাম্পিয়ন হবার মতন উপযুক্ততা থাকা দরকার। কিন্তু আমরা এমন সব কোচ নিয়োগ দেই তাতে খেলোয়াড়দের সাথে দূরত্বই বাড়ে।
সুপার ফোর শুরু, এরই মধ্যে প্রথম খেলাতে পাকিস্তানের সাথে হেরে পিছিয়ে গেছি। অভিজ্ঞ মুশফিক আর সাকিব রান করাতে ‘ফাইট’ করার মতন অবস্থাতে ছিলাম। মাহমুদুল্লাহ রিয়াদ থাকলে সেও তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমানে সমান লড়াই করার পুজি সংগ্রহ হতই। আমাদের সিলেক্টর রা দলচারে ‘গিনিপিগ’ ভেবে সারাক্ষন ‘রিসার্চ’ করেই যাচ্ছে। এর যেন শেষ নেই।
দেশে এত খেলা, কম বেশি সব খেলাই বিদেশ থেকে সম্মান বিয়ে আনছে তবে প্রিয় প্রধানমন্ত্রীর আশে পাশে যারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর নিকট ক্রিকেট দলকেই তুলে ধরেন, দেখা করিয়ে দেন। এতে দেশের সব খেলা ক্রিকেটের নীচে চাপা পরে যাচ্ছে। এ চর্চা বন্ধ হতে হবে, প্রধান মন্ত্রীর কাছে যাতে সম্মান অর্জন কারিরা যেতে পারেন তার নিশ্চয়তা ক্রীড়া মন্ত্রনালয়ের দিতে হবে, ক্রীড়া মন্ত্রণালয় লক্ষ্য করুন জাতীয় পুরস্কার প্রাপ্ত ফিল্ম জগতের ব্যক্তিরা অভিনেতা সোহেল রানার নেতৃত্বে বিমান বন্দর ভিআইপি ব্যবহারের সুযোগ পেয়েছেন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্তরা কি এ সুযোগ পাবেন? সব সময় বঞ্চিত না করে ক্রীড়া বিদদের যোগ্য সম্মান দিন এতে অনুপ্রাণিত হয়ে ক্রীড়াবিদরা বিশ্ব জয়ের শপথ নিবেই।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকিদল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো