পাকিস্তানকে রেকর্ড ২২৮ রানে পরাজিত করল ভারত। বিরাট কোহলি করে নটআউট ১২২ আর সমগ্র পাকিস্তান করে ১২৮। বৃষ্টি, প্রমথনাথ লিখেছিলেন ‘এমন দিনে তারে কি বলা যায়।’ পাকিস্তান শুধু বৈরি আবহাওয়া নয় শৃঙ্খলার সাথে আপোষ করে খেলার লড়াই থেকে পিছলে গেছিল। এই কলম্বোতে পাকিস্তানের দুই কর্মকর্তা ক্যাসিনো ঘুরে সমালিত হলেন। এতেই ফুটে উঠে পাকিস্তান দলের অভ্যন্তরীণ অবস্থা। স্টোরে যা থাকবে তাইত শো-রুমে প্রদর্শিত হবে। তাই ই হয়েছে। বৃষ্টি পুরো এশিয়া কাপকে মান-সম্মত হতে বাধার সৃষ্টি করেছে।
পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের লড়াইয়ে থাকল ভারত। সুপার ফোরের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে রোহিত শর্মারা তুললেন ২ উইকেটে ৩৫৬ রান। অপরাজিত শতরান এল বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাট থেকে। জবাবে ৩২ ওভারে বাবর আজ়মদের ইনিংস শেষ হল ১২৮ রানে। চোটের জন্য ব্যাট করতে নামেননি পাকিস্তানের শেষ দুই ব্যাটার। রেকর্ড ২২৮ রানে জয় পেল ভারত। বল হাতে পাক ইনিংসে ধস নামালেন কুলদীপ যাদব।
ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়ন বৃষ্টির কারণে কামান ব্যবহারে দেরি করে ছিলেন। তিনি আর্টিলারির ছিলেন। কামান তার যুদ্ধ জয়ের ব্রম্মাস্ত্র, বৃষ্টিতে মাটি কাদা কাদা হওয়াতে তিন ঘণ্টা পরে যুগ্ধ শুরু করে ছিলেন। জিতে গিয়ে ছিলেনও তবে ডিউক অব ওয়েলিংটন ওয়াটার লুতে আছেন তাদের আহত সৈন্যদের নিতে। দেখেন নেপোলিয়ন বাহিনী জয়ী হয়ে ময়দান থেকে যাব যাব করছে। ঐ সময় ফ্রেশ সৈন্য দল নিয়ে আক্রমণ করে নেপোলিয়নের জয়ী তবে ‘টায়ার্ড’ সৈন্যদের, পরাজিত ও বন্দী হলেন নেপোলিয়ন। যদি বৃষ্টি না হত তবে তিন ঘণ্টা আগেই যুদ্ধ জয় করে নেপোলিয়ন ময়দান ছেড়ে চলে যেতেন। ওয়েলিংটন যুগ্ধ ময়দানে নেপোলিয়নকে পেতেনই না। সুতরাং বৃষ্টি কে উপেক্ষার বা অবজ্ঞার কোন শক্তি আজও নাই, এশিয়া কাপ তার প্রমাণ।
ভারত ব্যাটিং বোলিং এমনকি ফিল্ডিংএ পাকিস্তানকে শিখিয়েছে। পাকিস্তানের বডি ল্যাংগুয়েজ ছিল এক পরাজিত দলের মুখচ্ছবি। পাকিস্তান দলে ওডিআই নম্বর এক ব্যাটার বাবর আযম রয়েছেন, তার বিশ্রাম দরকার, তিনি এই মূহূর্তে দলের বোঝা। তিন পেসার উইকেট নেবার মতন বল করা ভুলেই গেছে। কি মার খেয়েছে তা দুই উইকেটে ৩৫৬ রানের অতি প্রাকৃতিক ইনিংসই প্রমাণ। বিংশ শতাব্দীর লজ্জার হার এখন পাকিস্তানের সাথী। পাকিস্তানের আগামীর ভাল নির্ভর করবে এই হারের মানসিক চাপ মুক্তির উপর।
লেখক : সাবেক হকি অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত
পথরেখা/আসো