• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০০:৪০

মালয়েশিয়ায় দারুণ অর্জন কাররেসার অভিকের

মোয়াজ্জেম হোসেন রাসেল : মালয়েশিয়ায় সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে চ্যাম্পিয়নশিপ সিরিজ ২০২৩ এ রাউন্ড-৩ এর রেস-২ এ প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের অভিক আনোয়ার। এর আগে রাউন্ড-১ এ পডিয়াম অর্জন করেছিলেন এই কার রেসার। বর্তমানে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের এই ইতিহাস করা রেসার। মাল্টি-ক্লাস রেসিং ইভেন্টে গ্রিড-২ থেকে গাড়ি নিয়ে টান শুরু করেন আভিক। ৫৫৪৩ মিটার দীর্ঘ ট্র্যাক ২০ লেপে ১ ঘন্টা ১ মিনিটে শেষ করেছেন তিনি। যেখানে তার সেরা ল্যাপ টাইমিং ২.২৮ মিনিট। মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজে এটি তার নবম পডিয়াম হিসেবে অধিভুক্ত হয়েছে। মালয়েশিয়ায় দারুণ এই জয় তার প্রয়াত বাবা মোঃ আনোয়ার হোসেনকে উৎসর্গ করেছেন অভিক। গত ১১ জুলাই জন্মদাতা বাবাকে হারানোর পর অভিকের পথ চলাটা মোটেও সহজ ছিল না তার জন্য। শিরোপা জেতার পর নিজের অনুভুতি প্রকাশ করে বলেন, ‘বাবা মারা যাওয়ার পর আমাকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা এই রাউন্ডে রেসে না খেলার পরামর্শ দিয়েছিল। আজকে বাবাকে আমি সবচেয়ে বেশি মিস করছি।’
 
নিজের জীবনের প্রিয় মানুষটিকে ছাড়া গাড়ি নিয়ে দৌড়ানো যে সহজ নয় সেটা কমবেশি সবারই জানা। তাইতো অভিকের জন্য একটি কঠিন লড়াই ছিল এটি। শুধুমাত্র তার ব্যক্তিগত কারণেই নয়, আবহাওয়াও তার পক্ষে ছিল না। ফাইনাল রাউন্ডে খেলার সময় মালয়েশিয়ায় তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির বেশি। অভিকের মতে, ট্র্যাকে তাপমাত্রা ছিল আরও বেশি, ৬১ ডিগ্রি। আসরের চতুর্থ এবং শেষ রাউন্ড অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে আগামী ২৫ সেপ্টেম্বর। যেখানে প্রায় দুই ঘণ্টার রেইস অনুষ্ঠিত হবে। সেখানে দূরত্ব থাকবে ৩০০ কিলোমিটার। মোট ৫০ জন প্রতিযোগির সঙ্গে লড়ে এই কৃতিত্ব অর্জন করেন অভিক। পুরো সিরিজ মিলিয়ে অভিক এখন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পথে। মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ (এমসিএস) হলো একটি জাতীয় রেসিং সিরিজ যা সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট (এসআইসি) নিয়মিতভাবে আয়োজন করে থাকে। দেশটির ফোর-হুইল রেসিং খেলার প্রচার ও বিকাশের লক্ষ্যে এই রেসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 
এর আগে মালয়েশিয়ায় ইতিহাস গড়ে সেরা হয়েছিলেন অভিক আনোয়ার। বাংলাদেশের কার রেসিং এ ধীরে ধীরে অনন্য উচ্চতায় পৌছে যাচ্ছেন অভিক আনোয়ার। নিয়মিতই আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্ট এ অংশ নিচ্ছেন। এবার মালয়েশিয়ার প্রথম স্থান অর্জন করে সামর্থের প্রমাণও দিয়েছেন এই বাংলাদেশি।  শুরুতে রাউন্ড-১ এর রেস-১ এ দ্বিতীয় স্থান অর্জন করে ভাল করার বার্তা দিয়ে রেখেছিলেন। এরপর রাউন্ড-১ এর রেস-২ এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের এই কার রেসার। তাতে ২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে সেরা হয়ে বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। গত ৭ মে মাহাথির মোহাম্মদের দেশে গ্রিড-২ এ খেলা শুরু করেন অভিক। বিশ্বের বিভিন্ন দেশের ৫০ এর বেশি প্রতিযোগীর বিপক্ষে খেলে ২২টি ল্যাপ সম্পূর্ণ করতে এক ঘণ্টার কিছু বেশি সময় নিয়েছেন।
 
৩৬ বছর বয়সী অভিক তার চতুর্থ ল্যাপে ২ মিনিট ২৮ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেছেন। এটি তার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। বড় খেলার পাশাপাশি অতি ঝুকিপূর্ণ হিসেবে পরিচিত কার রেসিংয়ে বাংলাদেশ পরিচিতি করিয়ে যাচ্ছেন। এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরেক বাংলাদেশী রেসার আইমান সাদাতও ভাল করেছেন। চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজের ক্যাটাগরিতে চতুর্থ হয়েছেন তিনি। ২১ বছর বয়সী সাদাত তার ষষ্ঠ ল্যাপে ২ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়েছেন শেষ করে। যা তার ক্যারিয়ারের সেরা টাইমিং ছিল। এর আগে গত ৫ মে অনুষ্ঠিত বাছাই পর্বে অভিক ও আইমান দু’জনেই সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। অভিক তৃতীয় আর আইমান নিজের ক্যাটাগরিতে অষ্টম এবং সবমিলিয়ে ১২তম হয়ে চুড়ান্তপর্বে জায়গা করে নিয়েছিলেন। প্রতিযোগিতায় ৫১ জন রেসার অংশগ্রহন করেন। মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ সিরিজ একটি জাতীয় রেসিং সিরিজ যা সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট দ্বারা দেশটির ফোর-হুইল রেসিং খেলার প্রচার ও বিকাশের উদ্যোগ হিসাবে সর্ববহুলভাবে প্রচারিত এবং সংগঠিত। রেসারদের কাছে যা দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। বাংলাদেশের প্রতিযোগি হিসেবে অভিক আনোয়ার ও আইমান সাদাত বিশ্ব দরবারে পরিচিত না হয়ে আছেন। বাংলাদেশে এই ধরনের প্রতিযোগিতা না হওয়ায় তাদেরকে বেশিরভাগ সময়ই দেশের বাইরে বিভিন্ন আসরে খেলতে হচ্ছে। ভবিষ্যতে আরও বড় সাফল্যের প্রত্যাশা করছেন অভিক ও আইমান দুজনেই।
পথরেখা/আসো
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।