টাইটানিক বরফে ধাক্কা খেয়ে ডুব্বে তা ছিল ধারণাতীত আর এশিয়া কাপ একশ ওভারে শেষ তা ছিল ২০২৩ এর সব চাইতে বড় ‘জোক’। ভারতের ক্রিকেট বিধাতা জয় শাহ বৃষ্টির সময়টারে এশিয়া কাপ হবার জন্য ঠি ক করলেন।প্রতিটি খেলা জয় সাহর চৌদ্দ গুষ্ঠির ‘পিন্ডি’তে বৃষ্টি পরে পরে ক্রিকেটের সৌন্দর্য, দর্শকদের আগ্রহ ধুলিসাৎ হলো। পাকিস্তান আর শ্রীলংকা মিলে টুর্নামেন্ট হলেও ৪ টা খেলা পাকিস্তানে আর সব হয় বৃষ্টি বিঘ্নিত শ্রীলংকাতে। সিরাজ আগুনে বল করে নেন ছয় উইকেট। কুলদীপ যাদব! ম্যান অব দ্য সিরিজ’ হয়েছে, সর্ব সাকুল্য ৯ উইকেট পেয়ে।
পাকিস্তান ক্রিকেটের ‘হার্থ থ্রব’ তবে তাদের সুনাম রাখতে ব্যর্থ, বাবর আযম পুরো খেলাতেই নিস্প্রভ। তাকে ঘুম ঘুম ভাব থেকে জাগতে হবে। ক্যাপ্টেন হিসাবে দল পরিচালনাতে চূড়ান্ত ব্যর্থ। এশিয়া কাপ ধরা যায় বিশ্ব কাপের রিহার্সল। রহিত শর্মা আর তার দল এক লক্ষ পঞ্চাশ হাজার ডলারের চেক মাত্র পঞ্চাশ ওভার ব্যাট করেই পেয়ে গেল। যে আকাশে ঝড়ে বাদলসে আকাশে চাঁদ উঠবে কি? ভারত দেখিয়ে দিল চাঁদ উঠে।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত
পথরেখা/আসো