• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২০:৫৪

তানজিম সাকিব ইস্যু আপাত সমাপ্ত

পথরেখা অনলাইন : নানা আলোচনার পর অবশেষে নিজের সমালোচিত ফেসবুক স্ট্যাটাসের জন্য ক্ষমা চাইলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। নারীদের চাকরিজীবন এবং অন্যান্য ইস্যুতে নিজের ফেসবুকে বেশ কিছু নেতিবাচক স্ট্যাটাস নিয়ে বিগত দুদিন ধরেই বিতর্কের মুখে ছিলেন সদ্য অভিষেক হওয়া এই ক্রিকেটার। তবে শেষমেশ নিজের অবস্থান পরিষ্কার করলেন তানজিম সাকিব। বিসিবিও এই দফায় তাকে সতর্কবার্তা দিয়েই ছাড় দিয়েছে। তানজিম সাকিবের ভুল স্বীকারের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মঙ্গলবার মিরপুরে হোম অব ক্রিকেটখ্যাত শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলেন তিনি। তিনি জানিয়েছেন, তানজিম সাকিব কাউকে উদ্দেশ্য করে এমন পোস্ট করেননি। সামনের দিনগুলোতে এই পেসারকে পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান বিসিবির এই কর্মকর্তা। কিন্তু কেন এমন বিতর্কের পরেও শাস্তির মুখে পড়ছেন না তানজিম সাকিব। সেই প্রশ্নের উত্তরও পরিষ্কার জালাল ইউনুসের কথায়। তানজিম সাকিবের বয়স এবং মানসিকতা বিবেচনায় নিয়েই কড়া পদক্ষেপ থেকে সরে এসেছে বিসিবি। তবে ভবিষ্যতে এমন হলে ব্যবস্থা নেওয়া হবে।
 
এ বিষয়ে জালাল ইউনুস জানিয়েছেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ তানজিম সাকিবের মানসিকতা বিবেচনায় আনার বিষয়ে তিনি বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে, সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ উল্লেখ্য, গত শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তানজিম হাসান সাকিবের। বল হাতে দুই উইকেট নিয়ে সাড়াও ফেলেছিলেন তিনি। তবে এরপরেই প্রকাশ্যে আসে তার একাধিক স্ট্যাটাস। যা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। নারীদের নিয়ে দেওয়া এসব স্ট্যাটাসের জেরে সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছিলেন নেটিজেনদের একাংশ। 
 
এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারানোর অন্যতম নায়ক তানজিম হাসান সাকিবের প্রায় এক বছর আগে ফেসবুকে দেওয়া পোস্ট ভাইরাল হয়। ভাইরাল ওই পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি করে। নানা জায়গা থেকে নারীবাদীরা তানজিম সাকিবের বিপক্ষে ক্ষোভও জানাতে থাকে। ভাইরাল হওয়া ওই বিতর্কিত পোস্টের বিষয়ে অবশেষে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন এ তরুণ পেসার। জালাল ইউনুস মনে করেন, তানজিম সাকিব ভুল করেছে। এটার জন্যই সে ‘দঃখ’ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘ভুল করেছে। সেটার জন্য সে বলেছে, ’আমি দুঃখিত’। যে পোস্টগুলো দিয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। যেন ভবিষ্যতে এ ধরনের কোনো পোস্ট না দেওয়া হয়। এ ধরনের পোস্ট দেওয়া থেকে বিরত থাকবে। সে একটা বড় কথা বলেছে, সে নারীবিদ্বেষী নয়। তার কথা, আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারীবিদ্বেষী হতে পারি।’ তানজিম প্রকাশ্যে ক্ষমা চাইবেন কি না- এ নিয়ে প্রশ্ন উঠেছে।
 
জালাল ইউনুস বলেন, ‘ক্ষমা সে আমাদের কাছে চেয়েছে। প্রকাশ্যে করার কথা বলা হয়নি। ক্ষমা আমাদের কাছে চেয়েছে। যদি থাকে (প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মত) ওই রকম কোনো সমস্যা, তাহলে আমরা অবশ্যই তাকে সেই সহায়তা করব।’ তানজিমের চিন্তা-ভাবনার বিষয়েও এখন থেকে নজরে রাখবে বিসিবি। মূলত জালাল ইউনুসের কাছে প্রশ্ন উঠেছে, তানজিম কোন ধ্যান-ধারণার অনুসারী? কী অদ্ভুত সময় পার করলেন টাইগার ক্রিকেটের নতুন সংযোজন তানজিম হাসান সাকিব। শুক্রবার থেকে মঙ্গলবার—এই চারদিনে জীবনের অনেক রং দেখা হয়ে গেল তার। সাকিবের ম্যাচের দিনটাও কাটে স্মরণীয়ভাবেই। তবে এরপরের তিনদিন তাকে সইতে হয়েছে ব্যাপক বিধ্বংসী এক ঝড়। যে ঝড়ে তাঁর ক্রিকেটার সত্তাও নড়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এদিন নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম ওভারে তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট। ভারতের বিপক্ষে জয়ে মুখ্য অবদান ছিল তার। এমন পারফর্মেন্সে মুগ্ধ হয়েছিলেন অনিল কুম্বলে-দীনেশ কার্তিকরাও। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর তিনটা। অধিনায়ক সাকিব আল হাসানের কাছ থেকে নিজের ওয়ানডে ক্যাপ পান তানজিম হাসান সাকিব। বোলার হিসেবে অভিষেক, তবে প্রথম মাঠে নামের ব্যাটার হিসেবে। ইনিংসের শেষে নেমে নিজেকে প্রমাণ করেন, খেলেন ৮ বলে ১৪ রানের ক্যামিও। এরপর বোলার সাকিবের ভূমিকা। প্রত্যাশা ছিল বল হাতে দারুণ কিছু করবেন, করেছেনও তাই। প্রথম ওভারেই রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছেন। এরপর দারুণ এক ইনসুইংয়ে ফিরিয়ে দেন ফর্মে থাকা তিলক ভার্মাকে। তার এই ‘আরলি’ ২ উইকেট বাংলাদেশকে দেখায় জয়ের স্বপ্ন। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।