প্রতিবার বিশ্বকাপেই কত প্রাইজ মানি দেওয়া হবে তা নিয়ে কৌতুহল থাকে ক্রিকেট প্রেমিদের। অক্টোবরের ০৫ তারিখ থেকে শুরু হচ্ছে এক দিনের মানে ৫০ ওভারের বিশ্বকাপ। দু সপ্তাহ আগেই পুরস্কার মূল্য ঘোষণা করে দিল আইসিসি। সব মিলিয়ে ১ কোটি ডলার বা ৮৮ কোটি টাকা মূল্যের পুরস্কার দেওয়া হবে।
এবারের প্রতিযোগিতাতে আছে দশটি দল। আইসিসি জানিয়েছে বিজয়ী দল পাবে ৪০ লক্ষ ডলার প্রায় ৪০ কোটি টাকা। ফাইনালে পরাজিত দল পাবে ২০ লাখ ডলার বা ২০ কোটি টাকা। শুধু এ দুটি দল নেয় প্রতিযোগিতার প্রতিটি ম্যাচের জন্যই আছে আর্থিক পুরস্কার। ক্রিকেট—
‘আমি এসেছি এসেছি বধুহে
নিয়ে এই হাসিরূপ গান
আজ আমার যা কিছু আছে
এনেছি তোমার তরে
তোমারেই করিতে সব দান।’
বিশ্বের ক্রিকেট তারকারা তাদের সব যোগ্যতা এ বিশ্ব কাপে উজার করার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তৈরি ৫ অক্টোবরের জন্য। অবশ্য সঙ্গে বৃষ্টি দেবতা রেডি আছে শেষ ঝটকা দেবার জন্য।
ক্রিকেট ক্রিকেট মধুর ক্রিকেট বৃষ্টি-বলকে সামলাও।
প্রতিযোগিতার সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লক্ষ ডলার বা আনুমানিক ৬ কোটি টাকা করে। এ ছাড়া, যে ছ’টি দল নকআউটে উঠতে পারবে না, তারা প্রত্যেকে ১ লক্ষ ডলার বা ৮২ লক্ষ টাকা করে পাবে। ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল। সেই দিন ভারতের তৃতীয় বিশ্বকাপ জয় ও রোহিত শর্মার হাতে কাপ দেখার অপেক্ষায় ১৪০ কোটির দেশ। ফলে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় ৩৩ কোটি টাকা পাবে। সঙ্গে গ্রুপ পর্ব থেকে যতগুলি ম্যাচ জিতবে তার টাকা আলাদা।
আইসিসি যে নিয়ম ঠিক করেছে তাতে গ্রুপ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয় পিছু আলাদা করে আর্থিক পুরস্কার রয়েছে। এবারের বিশ্বকাপ যেহেতু রাউন্ড রবিন লিগ হচ্ছে অর্থাৎ সব দল একে অপরের বিরুদ্ধে খেলবে। তাতে প্রতি ম্যাচ জিতলে ৪০ হাজার ডলার বা আনুমানিক ৩৩ লক্ষ টাকা করে পাবে।
এবারের বিশ্বকাপকে আরও বেশি রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি করার জন্যই এই আইসিসি প্রাইজ মানিকে এরকমভাবে একগুলি ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এবার দেখার ১৯ নভেম্বর শেষ হাসি হাসে কোন দেশ।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো