• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ০১:০৫

নতুনে সওয়ার হবে বাংলাদেশ দল

পথরেখা অনলাইন : এবারের বিশ্বকাপ দল অনেকগুলো নতুন খেলোয়াড় আসবে, এটা অনেকটাই নিশ্চিত। সে হিসেবে নতুনে সওয়ার হবে বাংলাদেশ দল। এশিয়া কাপের পর পরীক্ষা-নিরীক্ষা চলছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও। ভারতের বিপক্ষে এশিয়া কাপে দুর্দান্ত খেলেছেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। পরেরজন কিছুটা অভিজ্ঞ হলেও প্রথমজন কিন্তু জাতীয় দলে দলে একেবারে নতুন দলে। মাত্রই দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়রা দিনে দিনে ভরসা হয়ে রয়েছেন। নিজের ব্যাটিং দক্ষতা গত এশিয়া কাপে বেশ ভালোভাবেই দেখিয়েছেন নাসুম আহমেদ। কলম্বোয় ভারতের বিপক্ষে তাঁর ৪৪ রানের ইনিংসটি এখনো দেশের ক্রিকেটপ্রেমীদের মনে গেঁথে থাকার কথা। এত দ্রুত মুছে যাওয়ার কথা নয় সেই ম্যাচে অভিষিক্ত তানজিম হাসান সাকিবের পারফরম্যান্সও। ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে মেরেছেন চার, ছক্কাও। লেজের এমন ব্যাটিংই তো চাওয়া ছিল দলের। দলে সাকিব আল হাসান ও মেহেদী হাসানের মতো দুই অভিজ্ঞ স্পিনার। তাঁদের সঙ্গে বিশ্বকাপের বিবেচনায় তৃতীয় স্পিনারের আলোচনায় ছিলেন তাইজুল ইসলামও।
 
কিন্তু দুই আক্রমণাত্মক স্পিনারের সঙ্গে রক্ষণাত্মক তৃতীয় স্পিনার নিয়েই বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ দল। তাই সাকিব-মিরাজের সঙ্গে এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে নাসুমই পছন্দ নির্বাচকদের। ধারণা করা যায়, বিশ্বকাপে যাওয়ার জোর সম্ভাবনা তাঁর। ২০২২ সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার নাসুম ৯ ইনিংসে ৩.৭০ ইকোনমি রেটে নিয়েছেন ১০ উইকেট। এই সময়ে মিরাজ ২২ ইনিংসে সর্বোচ্চ ২৭ উইকেট নিলেও তাঁর ইকোনমি রেট ৫.৪২। আর ১৬ ইনিংসে ২৩ উইকেট নেওয়া সাকিবের ইনোকমি রেট ৪.৪৫। এখানেই শেষ নয়, পাওয়ার প্লে কিংবা মাঝের ওভারে কন্ডিশন বিবেচনায় নাসুম হতে পারেন কার্যকর বোলার। উইকেটে টার্ন পাওয়া গেলে নাসুম কতটা ভয়ংকর হতে পারেন, নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেও তাঁর নমুনা দেখা গেছে।
 
৮ ওভারে ৩ মেডেনসহ মাত্র ২১ রানের খরচায় নেন ২ উইকেট। লেজের ব্যাটিং নিয়ে টিম ম্যানেজমেন্টের যে দুশ্চিন্তা, সেটাও দূর করতে নাসুমই একটা সমাধান হতে পারে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩টি ফিফটি আছে তাঁর। ব্যাটিংয়ের সুযোগ পাওয়া চার ওয়ানডেতে তাঁর রান ১৮*, ১১*, ১৫ ও ৪৪। গড় ৪৪.০০! স্ট্রাইক রেট? ১১২.৮২। গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশের লেজের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান তাঁরই। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে ফিফথ পেসার নিয়েও ভাবছেন নির্বাচকেরা। যে জায়গার যোগ্য দাবিদার হিসেবে নিজেকে মেলে ধরেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তানজিম সাকিব। এশিয়া কাপে অভিষেকেই ভারতের বিপক্ষে নিয়েছিলেন ২ উইকেট। ব্যাটিংয়ে ৮ বলে ১৪ রানে ছিলেন অপরাজিত। 
 
বিশ্বকাপ যখন কাছাকাছি, তখন নাসুম-তানজিম সাকিবরা বোলিংয়ের পাশাপাশি লেজের ব্যাটিং সমস্যায় সমাধান হিসেবে নিজেদের মেলে ধরেছেন। কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সেটি মনে করিয়ে দিয়ে বলেন, ‘নাসুম আহমেদ-তানজিম সাকিব আমাদের ভালো সমাধান হয়ে এসেছে। পরিকল্পনা করে এদের সুযোগ দেওয়া হয়।’ নান্নুর কথায় যেন এই ইঙ্গিতও থাকল, বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নাসুমের সঙ্গে তানজিম সাকিবও।
 
ব্যাটিং লেজে নাসুম-সাকিবের অবদানে টিম ম্যানেজমেন্টের স্বস্তিতে ফেরার কথা জানিয়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও, ‘যদি তারা বিশ্বকাপের দলে থাকে, আমি বলব, বড় সাহায্য হবে দলের জন্য। কারণ, আমরা টেলএন্ডার থেকে তেমন কিছু পাই না। যদি তারা সুযোগ পায়, তবে তাদের ব্যাটিং আমাদের দলের জন্য প্লাস পয়েন্ট হবে।’ তানজিম সাকিবে যখন একটা উত্তর মিলছে, তখনই দুঃসংবাদ। কুঁচকির চোটে পড়েছেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তানজিমের একটা ছোট চোট আছে। এটা গ্রোয়েনের (কুঁচকির) ইনজুরি। আমরা দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রাখব। তারপরই একটা সিদ্ধান্ত নেয়া হবে।’ এদিকে দ্বিতীয় ম্যাচেই বিশ্বকাপের জন্য দল গঠনে দেখার শেষ সুযোগ বলছেন অনেকেই। শরতের আকাশ এই রৌদ্রকরোজ্জ্বল তো হঠাৎ কালো মেঘে ঢাকা, গত বৃহস্পতিবার সেটি ভালোই টের পেয়েছে ঢাকাবাসী। সকালের সোনারোদ মিলিয়ে গেল বিকেলে। মিরপুরের আকাশে মেঘের আনাগোনা থেকে নামল বৃষ্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ যেভাবে রোমাঞ্চ ছড়াতে শুরু করেছিলেন, বৃষ্টিবাধায় সেটা আর দীর্ঘায়িত হলো কই! বার কয়েক বৃষ্টিতে ওভার কমিয়েও ফল পাওয়া গেল না। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে এই ওয়ানডে সিরিজ বাংলাদেশের কাছে বিশ্বকাপের আগে দল চূড়ান্ত করার। সেই কাজ ভালোভাবে করা যায়নি প্রথম ম্যাচে। বোলারদের দেখা গেলেও ব্যাটিংয়ে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকারদের আর নামারই সুযোগ হয়নি।
 
সে হিসেবে দ্বিতীয় ম্যাচটিই বিশ্বকাপের আগে খেলোয়াড়দের পরখ করে দেখার শেষ ম্যাচ। বাংলাদেশ দল আগামী বুধবার চলে যাবে ভারতে, বিশ্বকাপ অভিযানে। শুরুতে গন্তব্য গুয়াহাটি, যেখানে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে যেতে হবে ধর্মশালায়। ৭ অক্টোবর আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু। বিসিবিকে তাই ম্যাচটি দেখেই চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসতে হবে। বুধবারে রওনা দিতে হলে মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডে দেখে দল ঘোষণার সুযোগ থাকছে না। তবে এরই মধ্যে দল নির্বাচনের উপসংহারে প্রায় চলে এসেছে তারা। শুধু তুলির শেষ আঁচড় দেওয়ায় বাকি। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘২৬ সেপ্টেম্বরের মধ্যে আমরা দল ঘোষণা করে দেব। কারণ, দল পরের দিন বিকেলে চলে যাবে ভারতে।’ আর বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বললেন, ‘দল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’ তবে তিনি মানলেন, ২৭ সেপ্টেম্বরের আগেই দল দিতে হবে। শেষ ম্যাচটা দেখে দল দেওয়ার সুযোগ নেই বললেই চলে। 
পথরেখা/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।