১৯তম এশিয়ান গেমসের আসর চলছে চীনের হংজুতে, চলবে সেপ্টেম্বর ২৩ থেকে ৮ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ২৪০ জনের দল পাঠিয়েছে, ১০৪ পুরুষ , ৭৬ মহিলা, ৫৫ জন পুরুষ ট্রেনার আর মহিলা ট্রেনার ৫ জন। বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সৌজন্যে প্রথম মেডেল পেল। মহিলা ক্রিকেটাররা সোমবার পাঁচ উইকেটে পাকিস্তান কে হারিয়ে এ অর্জন করে। ব্রাভো। সেমিফাইনালে রবিবার ভারতের কাছে ৫১ রানে গুটিয়ে যায় আমাদের মহিলা দল; হারে ৮ উইকেটে। তবে নিহার সুলতানা তার দল নিয়ে তৃতীয় পজিশন নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৬৪ রানে উড়িয়ে দিয়েছে। বাংলাদেশ মহিলারা ঝেইজিয়াং ইউনিভার্সিটি টেকনলজি ক্রিকেট মাঠে ৫ উইকেটে জিতে বাংলাদেশের পুরস্কারের থলিতে প্রথম মেডেল রাখে।
১৭ বার পাকিস্তান মহিলা ক্রিকেট দলের সাথে মুখামুখি হয়ে এটা দ্বিতীয় জয়। এর আগে ২০১৮ তে প্রথমবার পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে হারিয়ে ছিল। লেগ স্পিনার শোনা আখতার ১৬ রানে ৩ উইকেট আর লেফট আর্ম স্পিনার সনজিদা আখতার মেঘা ১১ রানে ২ উইকেট নিয়ে দলকে সাফল্যের স্বাদ পাইয়ে দেন। বাংলাদেশ মহিলা দল রান চেজ করার সময় পাকিস্তানের লেফট আর্ম স্পিনার নাসরা সাঁধু ৩ উইকেট নিয়ে প্রেসার তৈরি করলেও স্বর্ণার অপরাজিত ৩৩ বলে ১৪ রান বাংলাদেশকে ১৮.২ ওভারে ৫ উইকেটে ৬৫ করতে এবং দলকে ব্রোন্জ উপহার দিতে সহায়ক ভূমিকা পালন করে।
শুরুতে টচে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশ দলের পেসার মারুফা আখতার আর নাহিদা আখতার প্রথম দুই ওভারেই পাকিস্তানের ওপেনিং ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরত পাঠায়। পরের গল্পও সেই বাংলাদেশী বোলারদের। ছোট রানের টার্গেট তবে জয়টা বিশাল। হ্যাংঝু গেমসে মেডেলের খাতা বাংলাদেশ খুলল লেডিস ফার্স্ট।
‘এ কেমন কেমন তুমি চোখের পাতায় আয়না ধর।’
হে বাংলাদেশী পুরুষ ক্রীড়াবিদরা, মেয়েরা ত ঘুম ভাংগাতে চোখের পাতায় ঘুম-জাগানিয়া ‘ব্রোন্জ ‘মেডেল দুলাচ্ছে। দেখতে পাচ্ছেন কি? উল্লেখ্য, এর মাধ্যমে ৯ বছর পর এশিয়ান গেমসে পদক পেলো নারী ক্রিকেট দল। এর আগে ২০১৪ সালে এই চীনেই ফাইনালে পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ রৌপ্য পদক জিতেছিল। এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সেই দলকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো।
অন্যদিকেপ্রথমবার এশিয়ান গেমসের ক্রিকেটে খেলতে নেমেই সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে হাংঝৌ এশিয়াডে ঐতিহাসিক সোনা জিতলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা-রা। চলতি এশিয়ান গেমসে পুরুষদের দলগত ১০ মিটার এয়ার রাইফেল শ্য়ুটিংয়ের পর মহিলাদের টি-২০ ক্রিকেট থেকে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে। এদিন ফাইনালে ভারতের জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার তরুণী-পেসার তিতাস সাধু। ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম তিনটি উইকেট নেন চুচূঁড়ার ১৮ বছরের মেয়ে তিতাস। নির্ধারিত ২০ ওভারে ভারতের ১১৬ রানের জবাবে শ্রীলঙ্কাকে ৯৭ রানে আটকে সোনা জিতল ভারতীয় মহিলা দল। হুগলির চুচূঁড়ার মেয়ে তিতাস শুরুতে শ্রীলঙ্কার তিনটি উইকেট তুলে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান।
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত।
পথরেখা/আসো