বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার ছিলেন নাফীস ইকবাল। তিনি সাবেক জাতীয় ক্রিকেটারও। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরিয়ে দিয়েছে, বাদ পরার কারণ তিনি তামিম ইকবালের বড় ভাই। ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসানের চাপেই তিনি যে ম্যানেজার পদে থাকছেন না জানার পর বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যেকার তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন দল ছেড়ে বিদায় নিলেন।
২৭ সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে ভারত রওনা হবে। এটা তিনদিন আগেই জানা। সফরকারি নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে অধিনায়ক শান্ত বলেন যারা বিশ্বকাপ দলে থাকবেন তাদের প্রস্তুত থাকার জন্য বিসিবি আগেই বার্তা দিয়েছে। সেখানে নিশ্চিতভাবেই অভিজ্ঞ তামিমের থাকার কথা। নাটকীয়তা শুরু হয় বিশ্বকাপ দল ঘোষণার আগের রাতে।
তামিম ইনজুরিতে ছিলেন। ইনজেকশন নিয়ে খেলছিল। এর আগে ফিটনেস সমস্যার কারণে গত জুলাইতে অবসর ঘোষণা করেছিল তামিম। ‘যে গেছে চলিয়া কি হবে কাহারে ডাকি।’ কিন্তু না, মাশরাফি বিন মর্তুজা বুঝে ছিলেন বিশ্বকাপে তামিমের প্রয়োজনীয়তা, তার মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অবসর থেকে ফিরে আসেন। বিশ্বকাপের জন্যই অভিজ্ঞ তামিমকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল।
সোমবার মধ্যরাতে পাপন সাহেবের বাসায় সাকিব আলোচনা করেন এই সময় সিংগাপুর থেকে এসে হাতুরি সিং সরাসরি পাপনের বাসাতে মিটিংএ যোগ দেন। বলা যায় সাকিবের এক রোখা ও কঠোর সিদ্ধান্তে তামিমের বাদ হতে হল। নানা সূত্রের খবর তামিম থাকলে সাকিব অধিনায়ক থাকেবেন না বলেও হুশিয়ারি দেন।
কম বেশি চোট কিন্তু দলে আছেই, তরুণ পেসার তানজিম হাসান সাকিব, বা হাতি পেসার মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ এরাও পুরাপুরি ফিট নয়। বিশ্বকাপে অনিশ্চিত মাহমুদ উল্লাহ রিয়াদ যাচ্ছেন অথচ তামিম চলে গেলেন বাদের দলে। হাথুরা সিং চেয়েছিলেন অভিজ্ঞ দল এখন অনভিজ্ঞ দলই সম্বল। ইতিহাস উপেক্ষা করা যায় না।
জুলিয়াস সিজার কে হত্যার দলে ছিলেন ব্রুটাস ও। ব্রুটাস ছিলেন সিজারের বন্ধু। অত বড় বীর ছিলেন নিরস্ত্র। ব্রুটাসকে আক্রমণে দেখে জুলিয়াস সিজার বলেছিলেন, ‘ব্রুটাস তুমিও? সেই ব্রুটাস থেকেই ‘ব্রুট’ শব্দের উৎপত্তি। তামিমের বাদ দেওয়া দলে সাকিবের এই রূপ দেখে তামিম ও হয়ত একই কথাই বলবে , ‘সাকিব তুমিও।’
লেখক : সাবেক অধিনায়ক জাতীয় ও সেনাবাহিনী হকি দল এবং জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ।
পথরেখা/আসো