পথরেখা অনলাইন প্রতিনিধি, তিতাস [কুমিল্লা] : কুমিল্লার তিতাস উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আসমানিয়া বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে কলেজে ভর্তি হওয়া নবীনদের বরণ করে নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. রুমেন মিয়া। সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও রকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. সেলিম সরকার, মো. কামাল পারভেজ, মো. শাহজাহান মুন্সী, মো. নাসির উদ্দীন মাসুম, মো. বশিরুল ইসলাম, মো. তাজিরুল ইসলাম, মো রুবেল মিয়া, মো. আলী আসগর ও মো শেখ নবী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রীদের গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনা সকলকে মুগ্ধ করে। পথরেখা/আসো